Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » বেয়ারস্টোর আউট ভুলে যেতে চায় ইংল্যান্ড, স্লেজিংয়ের জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া




বেয়ারস্টোর আউট ভুলে যেতে চায় ইংল্যান্ড, স্লেজিংয়ের জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া জমে উঠেছে অ্যাশেজের লড়াই। দুই ম্যাচ হেরে ইংলিশরা পিছিয়ে পড়লেও কথার লড়াই থামছে না এখনও। তবে এবার বাইরে থেকে মনোযোগ সরিয়ে মাঠের খেলায় মন দেয়ার কথা বললেন জো রুট। ইংলিশদের মুখের কথায় অবশ্য আস্থা পাচ্ছে না অজিরা। নাথান লায়নের পরিবর্তে একাদশে জায়গা পাওয়া টড মারফি প্রস্তুত হেডিংলি টেস্টের জন্য। বিতর্কিত আউটের পর বেয়ারস্টো এবং অস্ট্রেলিয়া দল। ছবি: ক্রিকইনফো। ব

একদিকে কাজে আসছে না বাজবল, অন্যদিকে সমালোচনা ঝড়ও বইছে ইংল্যান্ডকে নিয়ে। তাই হেডিংলি টেস্টের আগে বেগতিক অবস্থায় বেন স্টোকসের দল। ঘুরেফিরে আসছে গত টেস্টের বিভিন্ন বিষয়। লর্ডস টেস্টে তীরে এসেছে তরী ডুবেছে থ্রি লায়নদের। তবে তারা বিশ্বাস করেন, বেয়ারস্টোর ঘটনাটা না ঘটলে জয় হতো তাদেরই। মাঠের বাইরেও বেয়ারস্টোকে নিয়ে জল ঘোলা হয়েছে বিস্তর। ইতোমধ্যে লর্ডসের তিন মেম্বারের সদস্যপদ স্থগিত করেছে এমসিসি। তাই ম্যাচ হারের সঙ্গে এই ক্ষোভটাও পুঞ্জিভূত হয়ে আছে ইংলিশ শিবিরে। আরও পড়ুন: 'আনফিট' তামিম বিপদে ফেললেন দলকে তবে অভিজ্ঞ সদস্য জো রুট জানেন, এগুলো বাইরের আলোচনা। এর সঙ্গে মাঠের ক্রিকেটের কোনো সম্পর্ক নেই। তাই হেডিংলি টেস্টে দলকে মনোযোগী হতে বললেন তিনি। আর সেটা না করলে এই ক্ষোভটাই আবার ফেরত আসতে পারে বলেও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, 'বেয়ারস্টোকে নিয়ে আলোচনা অনেক হয়েছে। এবার এটা থামা উচিত। আমাদের মাঠের ক্রিকেটে মন দিতে হবে। নাহলে এখানেও ফল পক্ষে আসবে না। আর বাজবল নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমরা গত ১৮ মাস যেভাবে খেলছি, এখানেও সেভাবেই খেলব। মানুষকে আনন্দ দেয়াটাই তো প্রধান লক্ষ্য। তবে, জয় আমাদের মাথা থেকে হারিয়ে যায়নি।' আরও পড়ুন: বাদ পড়লেন অ্যান্ডারসন, ফিরলেন মঈন-ওকস-উড এদিকে, সিরিজে এগিয়ে থেকেও অস্বস্তিতে আছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে নাথান লায়নের ইনজুরি চিন্তা বাড়িয়েছে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের। তবে দলে সুযোগ পাওয়া টড মারফির বিশ্বাস, ইংলিশদের বিপদে ফেলার মতো যথেষ্ট অস্ত্র আছে তার কাছেও। ইংলিশ শিবির থেকে যতই যুদ্ধ বিরতির পতাকা উড়ানো হোক না কেন, তাদের মুখের কথায় কোন আস্থা রাখতে পারছেন না অজিরা। তাই, বার্মি আর্মির স্লেজিং সামলানোর টোটকাও নিয়েছেন বলে জানালেন তরুণ মারফি। আরও পড়ুন: মার্চে শেষ টেস্ট খেলা উইলিয়ামসন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মারফি বলেন, 'লায়নের না থাকাটা আমাদের জন্য বড় ধাক্কা। তবে ইনজুরি নিয়ে কথা বলে লাভ কী? আমি সমর্থকদের কথা দিচ্ছি, হেডিংলিতে আমি ইংলিশদের পরীক্ষা নিতে প্রস্তুত। আমরা জানি, লর্ডস টেস্টের পর সেখানে আমাদের জন্য হয়তো ভয়ঙ্কর কিছুই অপেক্ষা করছে। কিন্তু স্লেজিং, চ্যান্ট এগুলো সামলানোর উপায় আমাদের জানা আছে।' হেডিংলিতে বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল ৪টায় শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply