আফ্রিকানরা ভিক্ষুক নয়, আমাদের প্রতি সম্মান দেখান: সিরিল রামাফোসা
আফ্রিকানরা ভিক্ষুক নয় এবং তাদের প্রতি সম্মানের সঙ্গে আচরণ করার আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। গত ২২-২৩ জুন ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত নিউ গ্লোবাল ফাইন্যান্সিং প্যাক্ট সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ছবি: রয়টার্স
নাইজেরিয়ার সংবাদমাধ্যম ডেইলি ট্রাস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আফ্রিকার বিভিন্ন দেশের সংবাদমাধ্যমগুলোতে সিরিল রামাফোসার বক্তব্য প্রকাশিত হলেও পশ্চিমা বিশ্বের কোনো গণমাধ্যমই এ বিষয়টি নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য করেনি।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তার বক্তব্যে বলেন, ‘আফ্রিকাকে কখনোই এমন মহাদেশ হিসেবে বিবেচনা করা উচিত হয়নি যে, আমাদের কেবল দান-দক্ষিণার প্রয়োজন। বরং আমরা অন্যদের সঙ্গে সমান মর্যাদা নিয়েই বাঁচতে চাই।’
বৈশ্বিক অর্থনীতি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর দিকে ইঙ্গিত করে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা এসব প্রতিষ্ঠানে অসম আত্মীয় হিসেবে অংশগ্রহণ করতে চাই না। বরং আমরা চাই অন্যদের মতোই সমানভাবে অংশগ্রহণ করতে যাতে করে আমাদের মধ্যে এই বোধ তৈরি না হয় যে, আমরা ভিক্ষুক।’
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা: ফের ক্ষমতাসীন দলের নেতা হলেন রামাফোসা
উন্নত বিশ্বের দান-দক্ষিণা নয় বরং সমানতালে এগিয়ে যেতে আন্তরিক সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে রামাফোসা বলেন, ‘আমাদের সঙ্গে দাতা-গ্রহীতার মতো আচরণের বাইরে গিয়ে আচরণ করতে হবে। এবং আমি মনে করি, বিশ্বের সার্বভৌম দেশগুলোর মধ্যে সাম্য বজায় রাখার জন্য সব দেশের সঙ্গে একই রকম আচরণ করা উচিত।’
সম্মেলনে রামাফোসা কোভিড-১৯ মহামারির সময়ে ভ্যাকসিন বিষয়ে উন্নত দেশগুলোর বৈষম্যমূলক আচরণের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘ভ্যাকসিনের প্রাপ্যতার ক্ষেত্রে আমাদের সঙ্গে ভিক্ষুকের মতোই আচরণ করা হয়েছে। আমাদের যখন ভ্যাকসিনের সবচেয়ে বেশি দরকার ছিল, তখন উত্তর গোলার্ধের দেশগুলো ভ্যাকসিন গ্রহণ করা প্রায় শেষ করেছে। অন্যান্য দেশের কাছে ভ্যাকসিন বিক্রি করা হয়েছে কিন্তু তখন আমাদের ভ্যাকসিন দেয়া হয়নি।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আরও বলেন, ‘সেই সময়টাতে আমার মনে হয়েছে, আমরা ভিক্ষা করছি। বিষয়টি আমাদের মধ্যে প্রচুর তিক্ততা সৃষ্টি করেছে।’
এ সময় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট গ্লোবাল সাউথের উন্নয়ন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে আফ্রিকার দেশগুলো চেষ্টাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
Tag: English News lid news world
No comments: