পরীক্ষামূলক উৎপাদনে গেল মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র
পরীক্ষামূলকভাবে চালু হলো কক্সবাজারের মহেশখালী উপজেলার কয়লাভিত্তিক মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এই ইউনিটের উৎপাদন ক্ষমতা ৬০০ মেগাওয়াট।
আজ শনিবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে এই ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের তত্বাবধায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন মজুমদার।
তিনি জানান, পরীক্ষামূলক উৎপাদনের শুরুতে ৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। বিকাল থেকে এর উৎপাদন আরও বাড়বে। এই ইউনিটে ১২৫ থেকে সর্বোচ্চ ১৫০ মেগাওয়াট বিদ্যুৎই পরীক্ষামুলকভাবে উৎপাদন করা হবে। উৎপাদিত এই বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তিনি।
Tag: English News lid news national
No comments: