ইউক্রেনের লিমানে রাশিয়ার গোলায় নিহত ৬
ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের লিমান শহরে রাশিয়ার গোলাবর্ষণে ৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫ জন। আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকোর বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেন। সংগৃহীত ফাইল ছবি
পাভলো কিরিলেনকো টেলিগ্রাম বার্তায় বলেন, শনিবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে লিমান শহরের আবাসিক এলাকায় গোলাবর্ষণ করে রুশ বাহিনী। এতে ওই অঞ্চলের একটি বাড়ি ও দোকান ধ্বংস হয়ে গেছে।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে ৯ হাজার বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ
লাইমান শহরটি পূর্ব দোনেৎস্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা লিমানের কাছাকাছি রুশ বাহিনীর হামলার চেষ্টাকে প্রতিহত করেছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মধ্যদিয় এক রক্তক্ষয়ী সংঘাতের সূচনা হয়। শনিবার (৮ জুলাই) এই সংঘাতের ৫০০ দিন পূর্ণ হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) এক প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে ৯ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫০০ জনই শিশু।
আরও পড়ুন: লভিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৩ ইউক্রেনীয় নিহত
শুক্রবার ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার মনিটরিং মিশনের ডেপুটি হেড নোয়েল ক্যালহাউন বলেন, ‘আজ আমরা যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর মাইলফলক অতিক্রম করছি। ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ হামলা চলছে।’
এইচআরএমএমইউ'র রিপোর্ট মতে, ২০২২ সালের তুলনায় চলতি বছরের শুরুতে মাসিক গড় হতাহতের সংখ্যা কমে আসে। কিন্তু সেই সংখ্যা মে ও জুন মাসে আবার বেড়েছে।
আরও পড়ুন: ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ শিশুসহ আহত ৪৩
গত দুই সপ্তাহ ধরে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর সবচেয়ে মারাত্মক লড়াই চলছে। গত ২৭ জুন পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় চার শিশুসহ ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়।
Tag: English News lid news world
No comments: