ভেন্টিলেশনে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভারতের পশ্চিমবঙ্গের তিনবারের সাবেক মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭৯ বছর বয়সী এই নেতাকে বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (ফাইল ছবি)
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার (২৯ জুলাই) দুপুরে তীব্র শ্বাসকষ্ট নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। ক্রমেই শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের।
আরও পড়ুন: শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্য
বর্তমানে ভেন্টিলেশনে থাকা এই নেতার শ্বাসনালীতে মারাত্মক ইনফেকশন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রয়েছে ডায়াবেটিসের সমস্যাও। এ অবস্থায় সিটিস্ক্যানসহ বেশ কিছু পরীক্ষা-নীরিক্ষা করার কথা রয়েছে তার।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষীয়ান এই নেতার চিকিৎসার জন্য ৯ সদস্যের বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ-খবর রাখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। হাসপাতালে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যের সাধারণ মানুষও তার দ্রুত আরগ্য কামনা করছেন।
আরও পড়ুন: পদ্মভূষণ প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন বুদ্ধদেব ভট্টাচার্য।
Tag: English News lid news world
No comments: