Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ইউক্রেনে সামরিক সহায়তা আরও বাড়াবে দক্ষিণ কোরিয়া




আকম্মিক সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এখন ইউক্রেনে। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর দেশটিতে সামরিক সহায়তা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়াও গত বছরের তুলনায় এ বছর ৫০ বিলিয়ন ডলার বেশি মানবিক সহায়তা দেয়ার ঘোষণা দেন তিনি। খবর আল জাজিরার। শনিবার (১৫ জুলাই) ফার্স্ট লেডি কিম কিওন হিকে সঙ্গে নিয়ে ইউক্রেন সফরে যান ইউন সুক ইওল। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এ প্রথম তিনি যুদ্ধবিধ্বস্ত দেশটি সফর করছেন। এক টুইট বার্তায় এ সফরের বিষয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় জনগণের নিরাপত্তাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছে দুদেশের মধ্যে। আরও পড়ুন: কিয়েভে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ রাশিয়ায় ইউক্রেনীয়দের নির্বাসন, তার দেয়া ১০ দফা শান্তি প্রস্তাব, বিশ্ব শান্তি শীর্ষ সম্মেলন, খাদ্য ও শক্তি সুরক্ষা এবং আর্থিক সহযোগিতার মতো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। দুই নেতার বৈঠকের আগে রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের বুচা শহর পরিদর্শন করেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট। এ শহরটিতে রুশ বাহিনী ‘যুদ্ধাপরাধ’ করেছে বলে প্রথম থেকেই দাবি করে আসছে কিয়েভ। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ইউন সুক ইওল ঘোষণা দেন, তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন ইউক্রেনে দক্ষিণ কোরিয়ার সামরিক সহায়তা আরও বাড়ানো হবে। এছাড়াও গত বছরের তুলনায় এ বছর ৫০ বিলিয়ন ডলার বেশি মানবিক সহায়তা দেয়া হবে। আরও পড়ুন: দক্ষিণ কোরিয়া থেকে অস্ত্র কিনে ইউক্রেনকে দেবে যুক্তরাষ্ট্র! গত বছর দক্ষিণ কোরিয়া ইউক্রেনকে ১০০ বিলিয়ন ডলার মানবিক সহায়তা দেয়। চলতি বছর এ সহায়তার পরিমাণ হবে ১৫০ বিলিয়ন মার্কিন ডলার। সুক ইওল আরও বলেন, তিনি এবং জেলেনস্কি যুদ্ধ পরবর্তী ইউক্রেন পুনর্গঠনের বিষয়ে আলোচনা করেছেন। এর পাশাপাশি দক্ষিণ কোরিয়া ইউক্রেনের শিক্ষার্থীদের জন্য ইউন ও জেলেনস্কি নামে একটি শিক্ষাবৃত্তি চালু করবে। আরও পড়ুন: ইউক্রেনে ৬৫০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে পশ্চিমা মিত্ররা সফরে ইউক্রেনীয় প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কোস্টিনের সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। সব সময় দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply