বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে না পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির কর্মসূচিতে পুলিশ কোনো ধরনের বাধা দিচ্ছে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সেগুনবাগিচায় রোববার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন দাবি করেন।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বিএনপির তারুণ্যের সমাবেশের পরের দিন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত তাদের (বিএনপি) যত নেতা-কর্মী গ্রেপ্তার করা হয়েছে, সবার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তারা কোনো না কোনো মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করছে।’
Tag: English News lid news national
No comments: