বিশ্বকাপ বাছাইয়ের আগে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়া অঞ্চলের প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। আগামী ১২ ও ১৭ অক্টোবর হোম ও অ্যাওয়েতে তাদের বিপক্ষে লড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ।
তবে বাফুফের পূর্বঘোষিত ২০ আগস্ট ক্যাম্প শুরুর তারিখ অপরিবর্তিত রেখেছে ফেডারেশন। কারণ, বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের লড়াইয়ে নামার আগে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের সঙ্গে ম্যাচ খেলার চেষ্টায় বাংলাদেশ। এজন্য মিয়ানমার, আফগানিস্তান আর নেপালের সঙ্গে যোগাযোগ করছে বাফুফে।
যদিও এসব দলের মধ্যে শক্তি-সামর্থ্যেও বেশ পার্থক্য রয়েছে। এই তিন দেশের চেয়ে আরও এগিয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রতিপক্ষ মালদ্বীপ। তাই এই তিন প্রতিপক্ষের অন্তত দুটিকে রাজি করানোর চেষ্টায় বাফুফে। যদি একদেশও রাজি হয়, তবে তাদের সঙ্গেই সেপ্টেম্বরে দুই প্রীতি ম্যাচের পরিকল্পনা ফেডারেশন।
বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, দুটো পছন্দ রয়েছে। একটা দেশ বলেছে সেখানে গিয়ে খেলতে হবে, আরেকটি দেশ আমাদের এখানে এসে খেলতে আগ্রহী। আমরা দুটোই দেখছি। তবে আমাদের আগ্রহ দেশেই খেলার জন্য। বাকি খেলাগুলোর সঙ্গে কো-অর্ডিনেশন করতে যাতে সহজ হয়।
এদিকে দীর্ঘদিন পর চট্টগ্রামে আন্তর্জাতিক ফুটবল ফেরার গুঞ্জন ছিল। তবে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ম্যাচ দুটি সিলেটে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ফেডারেশন। অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের খেলাও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে কাজী নাবিল আহমেদ আরও বলেন, এখন পর্যন্ত আমাদের সিলেটই আছে। এর মধ্যে অন্য কোনো ভেন্যু যদি বেড়ে যায় তাহলে সেটা আমাদের একটাই বিবেচনা হবে অবশ্যই চট্টগ্রাম।
প্রতিপক্ষ নিয়ে দোলাচল থাকলেও আগের সিদ্ধান্ত অনুযায়ী ২০ আগস্ট ঢাকায় জাতীয় ক্যাম্প শুরুর তারিখ অপরিবর্তিত থাকছে।
এদিকে, সেপ্টেম্বরে থাইল্যান্ডে বয়সভিত্তিক এশিয়ান কাপ বাছাই সামনে রেখে আগস্টেই শুরু হবে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প। এই আসর আর জাতীয় দলের দুই প্রীতি ম্যাচের পর শুরু হবে বাংলাদেশের এশিয়ান গেমস প্রস্তুতি।
Tag: English News lid news national
No comments: