ভারতে বন্যা ৪৫ বছর পর তাজমহলের দেয়াল ছুঁলো যমুনার পানি
টানা ভারি বৃষ্টিতে ভারতে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে দেশটির রাজধানী দিল্লিসহ উত্তরপ্রদেশের আগ্রার বিভিন্ন এলাকায়। গেল সপ্তাহে দিল্লির লালকেল্লার দেয়াল ছুঁয়েছিল যমুনার পানি। তবে সোমবার (১৭ জুলাই) রাতে বন্যার পানি ছুঁয়েছে ঐতিহাসিক তাজমহলের বাইরের দেয়ালও।
তাজমহলের দেয়াল ছুঁয়েছে বন্যার পানি। ছবি: পিটিআই
স্থানীয় সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (১৮ জুলাই) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।
আরও পড়ুন: দিল্লিতে বন্যা: আরও বাড়ছে যমুনার পানি
তাজমহল চত্বরে পানি ঢুকলেও স্থাপনাটির সংরক্ষণ সহকারী প্রিন্স বাজপেয়ী বলেছেন, বন্যা বা প্রবল জলোচ্ছ্বাসেও তাজমহলের মূল এলাকার মধ্যে পানি ঢুকতে পারবে না। সেভাবেই এটি নির্মাণ করা হয়েছিল।
সবশেষ ১৯৭৮ সালে যমুনা নদীর পানি ঢুকেছিল তাজমহল চত্ত্বরে। সে বছর ভারি বৃষ্টির কারণে দিল্লিতে যমুনার পানির স্তর উঠেছিল ২০৭.৪৯ মিটারে। তবে সেই নজির এবার ভেঙে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, যমুনার পানির স্তর উঠেছে ৪৯৫ মিটারে।
আরও পড়ুন: বৃষ্টি নেই, তবু কেন দিল্লিতে ভয়াবহ বন্যা?
এদিকে, বন্যার পানিতে দশেরা ঘাট সংলগ্ন এলাকা এবং ইতিমাদ উদ দৌলার সমাধিস্থলও প্লাবিত হয়েছে।
তবে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় এখন পর্যন্ত কোনো স্মৃতিস্তম্ভের ক্ষতি হয়নি।
Tag: English News lid news world
No comments: