আউট হয়ে ব্যাট দিয়ে স্টাম্প উড়িয়ে দিলেন ভারতীয় অধিনায়ক
আম্পায়ারের সিদ্ধান্ত মনপুত না হওয়ায় মেজাজ দেখালেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিত কৌর।
Advertisement
আম্পায়ার আঙুল তুলে আউটের সিদ্ধান্ত দিতেই ক্ষেপে যান হারমানপ্রিত কৌর। শুরুতে এক হাত দিয়ে থাবা মারলেন আরেক হাতে ধরে রাখা ব্যাটে।
এরপর আম্পায়ারের দিকে আগুনে দৃষ্টিতে দীর্ঘ সময় তাকিয়ে রইলেন। এরপর ব্যাট দিয়ে স্টাম্পে এতটাই জোরে মারলেন যে, একটি স্টাম্প উড়ে গিয়ে পড়ল অনেক দূরে।
এখানেই শেষ নয়। ক্রিজ ছেড়ে যাওয়ার সময় আম্পায়ারের দিকে তাকিয়ে ভারতীয় অধিনায়ক কিছু বলতে থাকলেন। এরপর ড্রেসিং রুমে ফেরার পথে গ্যালারির দর্শকদের উদ্দেশে তিনি দেখালেন ‘থামস আপ।’
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজে নির্ধারণী খেলায় এমন নাটকীয় ঘটনা ঘটে।
এদিন আগে ব্যাট করে ফারজানা হক পিংকির (১০৭) সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ২২৫ রান করে বাংলাদেশ নারী ক্রিকেট দল
Tag: English News games lid news others world
No comments: