ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
রাজবাড়ীতে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রেগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় এক নারীর মৃত্যুসহ নতুন আক্রান্ত হয়েছেন ২২ জন। ওই নারী ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অন্তঃস্বত্ত্বা রুমা বিশ্বাস নামে ওই নারীর মৃত্যু হয়।
রুমা বিশ্বাস রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ঘুরঘুরিয়া গ্রামের রমেশ বিশ্বাসের মেয়ে। রুমা একই ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী।KSRM
গত রোববার রাজবাড়ীর একটি হাসপাতালে রুমার ডেঙ্গু ধরা পরে। এর পর তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। বুধবার তার অবস্থার অবনতি হলে তাকে আবার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক তাকে ফরিদপুর হাসপাতালে পাঠালে সেখানেই রুমার মৃত্যু হয়। এসময়ে রুমা নয় মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন।
এদিকে, বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত জেলায় ৪৫৭ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। জেলা সদর হাসপাতালে ৯ জনসহ ৫টি উপজেলা হাসপাতাল মিলে ৩৮ জন রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে আছেন ১৩ জন রোগী।
Tag: English News politics
No comments: