বিতর্কিত নির্বাচনে ক্ষমতার স্বাদ পাচ্ছেন হুন সেনের ছেলে
পদত্যাগের ঘোষণা দিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। বুধবার (২৬ জুলাই) দেয়া এক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। আগামী মাসে পদত্যাগ করে ছেলের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বলে জানিয়েছেন প্রায় চার দশক কম্বোডিয়া শাসন করা এই বিতর্কিত নেতা।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন (বাঁয়ে) ও তার ছেলে হুন মানেট। ছবি: সংগৃহীত
বুধবার (২৬ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত রোববার (২৩ জুলাই) কম্বোডিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে হুন সেনের কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) ১২৫টি সংসদীয় আসনের মধ্যে ১২০টিতে জয়লাভ করে। তবে এ নির্বাচন নিয়ে দলীয় নিবন্ধনে ত্রুটির অজুহাত দেখিয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ক্যান্ডললাইট পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব বলছে, এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। প্রধান বিরোধী দলকে দমিয়ে রাখা হয়েছে। এতে মানুষের কণ্ঠস্বরের প্রতিফলন হয়নি।
আরও পড়ুন: কম্বোডিয়ায় একতরফা নির্বাচন চলছে
নির্বাচনের আগেই হুন সেন ইঙ্গিত দিয়েছিলেন, নির্বাচনে এবার তার দল জয়ী হলে নেতৃত্ব তার বড় ছেলে হুন মানেটের হাতে ছেড়ে দেবেন।
৪৫ বছর বয়সি হুন মানেট এখন দেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববারের নির্বাচনে তিনিও প্রার্থী হয়ে জয়ী হয়েছেন।
নির্বাচনে হুন সেনের দল সিপিপি প্রায় ৮২ শতাংশ ভোট পেয়েছে। তবে উত্তর কোরিয়ার মতো তিনিও পরিবারের মধ্য থেকে ক্ষমতার উত্তরাধিকার ঠিক করছেন বলে ব্যাপক সমালোচনা হচ্ছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে ৭০ বছর বয়সী হুন সেন বলেন, ‘আমি জনগণকে বোঝার জন্য বলছি, আমি আর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করব না।’
তিনি বলেন, আমি রাজার সঙ্গে দেখা করেছি, তাকে জানিয়েছি আমি আর প্রধানমন্ত্রী পদে থাকব না।
হুন সেন বলেন, আমার ছেলে আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবে। জনগণকে কাছ থেকে বোঝার জন্য প্রধানমন্ত্রী হয়ে আর থাকতে চাই না।
আরও পড়ুন: কম্বোডিয়ায় একতরফা নির্বাচন চলছে
তিনি ক্ষমতায় থাকলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এই শঙ্কা থেকে পদত্যাগ করেছেন বলেও মন্তব্য করেন। হুন সেন বলেন, নতুন সরকারে একটি নতুন মন্ত্রিসভা থাকবে যেখানে বেশির ভাগই তরুণ-তরুণী থাকবে... তারাই কম্বোডিয়াকে এগিয়ে নিয়ে যাবে।
হুন মানেটের নেতৃত্বে কম্বোডিয়ায় দীর্ঘমেয়াদী শান্তি ও উন্নয়ন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
No comments: