সিরিয়ায় মার্কিন হামলায় আইএসের শীর্ষ নেতা নিহত
সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা উসামাহ আল-মুহাজির ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। শুক্রবার (৭ জুলাই) মার্কিন বাহিনীর হামলায় তিনি নিহত হন।
যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন। ছবি: সংগৃহীত
রোববার (৯ জুলাই) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বরাতে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবার মার্কিন বাহিনী এমকিউ-৯ ড্রোন ব্যবহার করে সিরিয়ার পূর্বাঞ্চলে হামলা চালায়। ওই হামলায় উসামাহ আল-মুহাজির নিহত হন।
আরও পড়ুন: বিবিসির দুই সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করল সিরিয়া
তবে বিবৃতিতে নিহত আইএস নেতার বিস্তারিত তথ্য জানায়নি মার্কিন বাহিনী।
গত বছর থেকে সিরিয়ায় সন্দেহভাজন আইএস নেতাদের বিরুদ্ধে অভিযান জোরদার করে মার্কিন বাহিনী।
এর আগে গত এপ্রিলের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হামলায় শীর্ষ আইএস নেতা খালিদ আয়াদ আহমাদ আল-জাবুরি নিহত হন বলে জানায় যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড।
আরও পড়ুন: সিরিয়ায় ইসরাইলি বিমান হামলা
গত ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, আইএস ২০১৮ সালে ইরাক ও সিরিয়ার কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়েছিল। পরে দুটি দেশই আইএসের বিরুদ্ধে পাল্টা আঘাত হানা শুরু করে। বর্তমানে গোষ্ঠীটির ৫ থেকে ৭ হাজার সদস্য ও সমর্থক সিরিয়া ও ইরাকে ছড়িয়ে রয়েছে বলে অনুমান করা হয়। তাদের প্রায় অর্ধেকই সক্রিয় যোদ্ধা।
Tag: English News Featured others world
No comments: