Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » এবার প্রেমের টানে পাকিস্তানে ভারতীয় নারী




এবার প্রেমের টানে পাকিস্তানে ভারতীয় নারী এবার প্রেমের টানে পাকিস্তানে গেছেন আঞ্জু নামের এক ভারতীয় নারী। প্রেমিক নসরুল্লাহর সঙ্গে দেখা করার জন্য তিনি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে যান।

রোববার (২৩ জুলাই) পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী বিবাহিত আঞ্জু উত্তর প্রদেশের কাইলর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজস্থানের আলওয়ার জেলায় বসবাস করেন। বর্তমানে তিনি প্রেমিক নসরুল্লাহর সঙ্গে খাইবার পাখতুনখোয়ার উপপার দির জেলায় অবস্থান করছেন। এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ বছর বয়সী নসরুল্লাহ মেডিকেলে কাজ করেন। তাদের কয়েক মাস আগে ফেসবুকে পরিচয় হয় আর সেখান থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন। আরও পড়ুন: প্রেমের টানে ভারতে আসা সেই নারীকে ফেরাতে চায় না পাকিস্তানি পরিবার জেলার পুলিশ জানিয়েছে, আঞ্জু এক মাসের জন্য পাকিস্তান ভ্রমণে এসেছে। সে এখানে বিয়ে করার জন্য আসেনি। প্রথমে তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছিল।পরে সব নথিপত্র যাচাই করার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে। দির থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, সিনিয়র পুলিশ অফিসার মোশতাক খাব এবং স্কাউটস মেজর তার নথিপত্র যাচাই করার পরে অঞ্জু ও তার বন্ধুকে ছেড়ে দেয়া হয়। এদিকে রাজস্থান পুলিশের একটি দল জিজ্ঞাসাবাদের জন্য ভিওয়াদিতে আঞ্জুর বাড়িতে যান। সেখানে তার স্বামী অরবিন্দ পুলিশকে বলেন, বৃহস্পতিবার জয়পুরে যাওয়ার নাম করে আঞ্জু তার বাড়ি থেকে বের হয়। পরে জানতে পারি সে পাকিস্তানে গেছে। আরও পড়ুন: প্রেমের টানে ভারতে আসা সেই নারী এবার জেরার মুখে তিনি বলেন, সে বাড়ি থেকে বের হওয়ার সময় বলেছিল তার বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে। কয়েকদিন আগে তার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়, তখন জানতে পারি আঞ্জু লাহোরে আছে। অরবিন্দ আরও বলেন, তারা ২০০৭ সালে বিয়ে করেছেন। তিনি আঞ্জুর সঙ্গে কথা বলবেন এবং তাকে ফিরে আসতে বলবেন। তিনি আশাবাদী যে, আঞ্জু বাড়ি ফিরে আসবেন। তিনি পুলিশকে আরও জানান, ২০২০ সালে আঞ্জুর পাসপোর্ট ইস্যু করা হয়েছিল কারণ সে কাজের জন্য বাইরে যেতে চাইতো। আর সে জানতো না যে, আঞ্জু কারো সঙ্গে ফেসবুকে যোগাযোগ করে। আরও পড়ুন: পাবজি খেলায় পরিচয়, প্রেমের টানে ৪ সন্তানসহ ভারতে পাকিস্তানি নারী আঞ্জু এবং অরবিন্দ ভিওয়াদি একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। তাদের সংসারে ১৫ বছর বয়সী মেয়ে এবং ৬ বছরের ছেলে আছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply