Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » বললেন ‘প্রিয় রাহুল’, বঙ্গের দুই বিরোধী প্রসঙ্গে কোমলে-কঠোরে দিদি?




বললেন ‘প্রিয় রাহুল’, নাম নিলেন না ইয়েচুরির, বঙ্গের দুই বিরোধী প্রসঙ্গে কোমলে-কঠোরে দিদি? গত ২৩ পটনার বৈঠকে মমতার বক্তৃতার বড় অংশ জুড়ে ছিল বাংলার প্রসঙ্গ। কিন্তু মঙ্গলবার বেঙ্গালুরুতে অনেক বেশি করে জাতীয় রাজনীতির প্রসঙ্গ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই। ‘‘পারলে আমাদের হারাও।’’ বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দলের বৈঠকের পরে ঠিক এই ভাষাতেই বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর সরকারকে উৎখাত করতে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথাও। কিন্তু দু’দিনের বৈঠকের পরেও জাতীয় স্তরে নয়া বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়ান্স)-এর অন্দরের ‘সমীকরণ’ নিয়ে জল্পনা মিটল না পুরোপুরি। কারণ, বিরোধী নেতাদের শুভেচ্ছা জানাতে গিয়ে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নাম নিলেন না মমতা। আবার, তৃণমূল নেত্রীকে সম্বোধন করলেও রাহুল গান্ধীর বক্তব্যে অনুচ্চারিত রইল আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়ালের নাম। ADVERTISEMENT

বিরোধী জোটের নেতাদের আলোচনার শেষে আয়োজিত সাংবাদিক বৈঠকে সঞ্চালক ছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের পরেই বক্তৃতার জন্য মমতাকে আমন্ত্রণ জানান তিনি। বক্তব্যের সূচনাতেই খড়্গে-সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের শুভেচ্ছা জানান মমতা। সেখানে খড়্গে থেকে সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা পর্যন্ত অনেকেরই নাম করেন তিনি। তবে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সাংবাদিক বৈঠকে হাজির থাকলেও তাঁর নাম উচ্চারণ করেননি মমতা (যদিও মঙ্গলবার সাংবাদিক বৈঠকে হাজির আরও বেশ কয়েক জন নেতার নাম করেননি তৃণমূল নেত্রী)। তাৎপর্যপূর্ণ ভাবে রাহুলকে তিনি সম্বোধন করেন ‘আমাদের প্রিয় (ফেভারিট) রাহুল গান্ধী’ বলে। আরও পড়ুন: ইউপিএ-র ইতি! বিজেপি-বিরোধী জোটের নাম হল ‘ইন্ডিয়া’, বেঙ্গালুরুর পরের বৈঠক হতে চলেছে মুম্বইয়ে ইউপিএ-র ইতি! বিজেপি-বিরোধী জোটের নাম হল ‘ইন্ডিয়া’, বেঙ্গালুরুর পরের বৈঠক হতে চলেছে মুম্বইয়ে গত ২৩ জুন পটনায় বৈঠকে মমতা হাজির ছিলেন। কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে হলে আদর্শগত মতপার্থক্য দূরে সরিয়ে ২০২৪ সালের লোকসভা ভোটে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করাও কথাও বলেছিলেন। কিন্তু সে দিন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পটনার বাড়িতে ১৫টি বিরোধী দলের নেতাদের আলোচনার পরে সাংবাদিক বৈঠক রাহুল-সহ কংগ্রেস নেতাদের সঙ্গে মমতার ‘দূরত্ব’ চোখে পড়েছিল রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের। আবার সোমবার থেকে শুরু হওয়া বেঙ্গালুরুর বৈঠকে দু’পক্ষের ‘নৈকট্যও’ নজরে এসেছে। Advertisement কংগ্রেসের দলীয় টুইটার হ্যান্ডলেও দেখা গিয়েছে তৃণমূল নেত্রীর মন্তব্য। মমতা মঙ্গলবার সকালে বলেছিলেন, ‘‘ভাল এবং ফলপ্রসূ বৈঠক হয়েছে।’’ তাঁর সেই বক্তব্য দেখা গিয়েছে এআইসিসির টুইটারে। কংগ্রেস-তৃণমূল সেতুবন্ধের ক্ষেত্রে সনিয়া গান্ধীর উপস্থিতি ‘গুরুত্বপূর্ণ’ হয়েছে বলে তৃণমূলের একটি সূত্রের দাবি। মঙ্গলবারও জোটের বৈঠকে হাজির ছিলেন সনিয়া। কিন্তু সাংবাদিক বৈঠকে ছিলেন না তিনি। আরও পড়ুন: ‘Modi Surname’ defamation case: Congress leader Rahul Gandhi’s appeal against Gujarat HC verdict to be heard by SC on 21 July 2023 ‘মোদী’ পদবি অবমাননা মামলা: সাজায় স্থগিতাদেশ চেয়ে রাহুলের আবেদনের সুপ্রিম-শুনানি শুক্রবার সোমবার সন্ধ্যাতেও বেঙ্গালুরুর তাজ ওয়েস্ট এন্ড হোটেলে আয়োজিত ২৬টি বিরোধী দলের প্রারম্ভিক বৈঠকে সনিয়ার পাশেই মমতা বসেছিলেন। মমতার পায়ের চোট সম্পর্কে খোঁজ নিয়েছেন সনিয়া। মমতাও প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। পরে সনিয়ার অনুরোধে ওই হোটেলে আয়োজিত নৈশভোজেও গিয়েছিলেন মমতা। যদিও প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, সদ্য পায়ের অস্ত্রোপচারের কারণে খুব বেশি দৌড়ঝাঁপ করা বা পায়ে চাপ নেওয়া যাবে না বলে মমতাকে তাঁর চিকিৎসকেরা জানিয়েছেন। তাই তিনি কংগ্রেস নেত্রীর নৈশভোজে যাবেন না। Advertisement পটনার বৈঠকে মমতার বক্তৃতার বড় অংশ জুড়ে ছিল বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ, মোদী সরকারের বিরুদ্ধে ১০০ দিনের কাজের প্রকল্প-সহ রাজ্যের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির টাকা আটকে দেওয়ার অভিযোগ এবং রাজ্যে ইডি-সিবিআইয়ের ‘তৎপরতা’। কিন্তু মঙ্গলবার বেঙ্গালুরুতে অনেক বেশি করে জাতীয় রাজনীতির প্রসঙ্গ তুলেছেন তিনি। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে বিধায়ক কেনাবেচা করে বিজেপি নির্বাচিত সরকারের পতন ঘটিয়েছে বলে অভিযোগ তুলে কখনও বলেছেন, ‘‘বিপর্যয় থেকে ভারতকে রক্ষা করতে হবে।’’ কখনও বা বিরোধীদের বিরুদ্ধে মোদী-শাহের তোলা দেশদ্রোহিতার অভিযোগ নস্যাৎ করে বলেছেন, ‘‘আমরাও ভারতের দেশপ্রেমী নাগরিক।’’ আরও পড়ুন: SC hints at referring challenge to Centre\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s ordinance on Delhi to constitution bench ‘আলোচনায় বসে বিরোধ মেটান’, অর্ডিন্যান্স নিয়ে উপরাজ্যপাল, কেজরীকে পরামর্শ সুপ্রিম কোর্টের ঘটনাচক্রে, মঙ্গলবারই নয়াদিল্লিতে ছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র বৈঠক। সে দিকে ইঙ্গিত করে মমতার ‘প্রশ্ন’, ‘‘এনডিএ কি পারবে ইন্ডিয়া (বিরোধীদের নয়া জোট)-কে চ্যালেঞ্জ করতে? বিজেপি কি পারবে?’’ তবে তারই মধ্যে ছুঁয়ে গিয়েছেন বাংলা প্রসঙ্গও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বাংলার বিজেপি নেতারা পঞ্চায়েত ভোটের পরে ‘কেন্দ্রীয় হস্তক্ষেপের’ দাবিতে যে তৎপরতা শুরু করেছেন, তাকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘৪২০ (জালিয়াত)-রা এখন ৩৫৫ আর ৩৫৬-র নিয়ে মাতামাতি শুরু করেছে।’’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply