Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » এক ওভারে ৪৮ রান হাঁকিয়ে আফগান ব্যাটারের বিশ্বরেকর্ড!




সাদিকউল্লাহ অটল । ছবি : এএফপি এক ওভারে ৪৮ রান! শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনই ঘটনা ঘটেছে কাবুল প্রিমিয়ার লিগে। আফগানিস্তানের এই লিগে শাহিন হান্টারস ও আবাসিন ডিফেন্ডারসের ম্যাচে এমন রেকর্ড হয়েছে। আবাসিন ডিফেন্ডারসের বোলার আমির জাজাইয়ের বলে শাহিন হান্টারসের ব্যাটার সাদিকউল্লাহ অটল এই কীর্তি গড়েন। এক ওভারে ৩৬ রান নেওয়ার বেশ কয়েকটি কীর্তি রয়েছে, তবে সাত ছক্কা মরার কীর্তি এই প্রথম। আসলে সাত ছক্কার পাশাপাশি ওয়াইড, নো বল সবই ছিল জাজাইয়ের ওই ওভারে। ম্যাচের ১৯তম ওভারে জাজাই যখন বোলিংয়ে আসেন তখন ৬ উইকেটে ১৫৮ রান ছিল হান্টারসের স্কোরবোর্ডে। আর সাদিকউল্লাহ অপরাজিত ছিলেন ৭৬ রানে। এরপরই ব্যাট হাতে তান্ডব চালান এই ক্রিকেটার। ওভারের শুরুটা নো বল দিয়ে করেন জাজাই। এই বলে ছয় মারতে ভুল করেননি সাদিকউল্লাহ। এরপর দ্বিতীয় বলে বড়সড় ওয়াইড দেন এই বোলার। এতটাই বড় ওয়াইড দেন যে, উইকেটরক্ষকও লাফিয়ে পড়ে বল ধরতে পারেননি। যা বাউন্ডারি পার হলে ৫ রান পেয়ে যায় হান্টারস। কোনো লিগ্যাল ডেলিভারি ছাড়াই ১২ রান খরচ করেন জাজাই। এরপরের সবগুলো বলে ছক্কা হাঁকান সাদিকউল্লাহ। যার সুবাদে মোট ৪৮ রান দেন জাজাই। এই ওভারেই শতক পূরণ করে ফেলেন ব্যাটার সাদিকউল্লাহ। তিন ওভারে ৭৯ রান দিয়ে স্পেল শেষ করেন জাজাই। আর সাদিকউল্লাহ ৫৬ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে এক ওভারে ৩৬ রান নেওয়ার কীর্তি আছে দুজনের। ২০০৭ সালে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের বলে ছয় ছক্কা হাঁকান ভারতের যুবরাজ সিং। আর ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ড






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply