ডিবি অফিসে গয়েশ্বরের মধ্যাহ্নভোজ
ব
ডিএমপির ডিবি কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: সংগৃহীত
রাজধানীর ধোলাইখাল মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে আটকের পর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে আনা হয়। সেখানে তিনি কয়েক ঘণ্টা অবস্থান করেন।
ডিএমপির ডিবি কার্যালয়ে অবস্থানকালে সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেন বিএনপি নেতা গয়েশ্বর। একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গয়েশ্বর চন্দ্র রায় এবং ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ একসঙ্গে নানা প্রকার মাছ, মাংস, বিরিয়ানি ও মাল্টা, ড্রাগনসহ বিভিন্ন প্রকারের ফল দিয়ে মধ্যাহ্নভোজ সারেন।
রক্তাক্ত সাদা পাঞ্জাবি পরেই তিনি ডিবি কার্যালয়ে দুপুরের খাবার খান। ধোলাইখালে অবস্থান কর্মসূচিতে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষে আহত হন গয়েশ্বর। মুখে জখম হয়ে রক্তাক্ত হন তিনি। সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। পরে তাকে নয়াপল্টনে পৌঁছে দেওয়া হয়।
Tag: English News lid news national
No comments: