গোপন নথি মামলায় ট্রাম্পের বিচারের তারিখ জানাল আদালত
জাতীয় প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ও পরমাণু বিষয়ক রাষ্ট্রীয় গোপন নথি এদিক-সেদিক করার অভিযোগে করা মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরুর তারিখ জানিয়েছে মার্কিন আদালত। তার বিচার শুরু হবে আগামী বছরের মে মাসের ২০ তারিখে। অর্থা আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক মাস আগে।
ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সের জেলা জজ এইলিন ক্যানন শুক্রবার (২১ জুলাই) বিচার শুরু করার ব্যাপারে আইনজীবীদের প্রতি নির্দেশনা দিয়েছেন।
গত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে হোয়াইট হাউজ ছাড়তে হয় ট্রাম্পকে। এরপরই তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, হোয়াইট হাউজ থেকে জাতীয় নিরাপত্তা ও পরমাণু বিষয়ক রাষ্ট্রীয় গোপন নথি সরিয়েছেন তিনি।
আরও পড়ুন: ধর্ষণ মামলায় ট্রাম্পের বিচার শুরু, শুনানিতে যা বললেন ক্যারল
প্রাথমিক অভিযোগে বলা হয়, ২০২১ সালে হোয়াইট হাউস ছাড়ার পর এসব নথি নিজের কাছে রেখে দিয়েছিলেন ট্রাম্প। পরমাণু কর্মসূচির গোপন নথি নিজের ব্যক্তিগত বাসভবনের বাথরুমেও রেখেছিলেন তিনি।
এ নিয়ে মূলত গত বছর থেকেই বিপাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বিষয়টা নিয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে মার্কিন বিচার বিভাগ। এরপর গত মাসে (৯ জুন) তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জশিট) গঠন করা হয়।
জাতীয় প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ও পরমাণু বিষয়ক রাষ্ট্রীয় গোপন নথি সরিয়ে ফেলা ও ন্যায়বিচারে বাধা সৃষ্টি করাসহ মোট ৩৭টি সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধের অভিযোগ গঠন করে বিচার বিভাগ।
আরও পড়ুন: ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় গ্রেফতারের শঙ্কায় ট্রাম্প
অভিযোগে বলা হয়, ট্রাম্পের কাছে থাকা গোপন নথিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিস্তারিত ছিল। এসব নথি হাতছাড়া হলে হুমকির মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা।
ট্রাম্পের বিরুদ্ধে এরই মধ্যে দুটি মামলার বিচার চলমান রয়েছে। এর মধ্যে একটি এক পর্ন তারকাকে ঘুষ দেয়ার অভিযোগে। আরেকটি ধর্ষণের অভিযোগে। এছাড়া ক্যাপিটল হিল হামলায় জড়িত থাকার অভিযোগে তদন্ত চলমান রয়েছে
Tag: English News lid news others world
No comments: