Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বানভাসি শহরেও দর্শকের ঢল! কত কোটি ঘরে তুললেন রণবীর-আলিয়া?




লাগাতার বৃষ্টি সারা দেশে। মুম্বই, দিল্লি-সহ দফায় দফায় বৃষ্টি প্রথম সারির সমস্ত শহরে। তাতে কী? করণ জোহরের জয় অব্যাহত। সাত বছর পরে আবার পরিচালনায়। পুরনো করণ ফিরলেন? নাকি খোলনলচে বদলে নতুন মোড়কে? এই কৌতূহলেই লোকে দলে দলে ছুটছে হলে। যার জেরে ছবিমুক্তির প্রথম দিন থেকে তেড়েফুঁড়ে ব্যবসা করছে ‘রকি ঔর রানি কি প্রেম কহানি’। পারিবারিক বন্ধন, আধুনিক প্রেম, ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড, রণবীর সিং-আলিয়া ভাটের রসায়ন, ধর্মেন্দ্র-শাবানা আজমির জাদু— কী নেই ছবিতে! বরফ ঢাকা পাহাড়ি পথে শিফন শাড়িতে নায়িকার নাচা-গানা, করণ এই মশলাও ছড়াতে ভোলেননি। ফলাফল? প্রথম দিনে ১১.১০ কোটি, দ্বিতীয় দিনে ১৬.৫ কোটি... প্রায় ২৮ কোটি ছুঁই ছুঁই বাণিজ্য। করণের এ বছর পরিচালনার ২৫ বছর। সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিনি ফের পরিচালকের আসনে। মাঝে দীর্ঘ অনেকগুলো বছরের বিরতি। সব মিলিয়ে তিনি এবং তাঁর এই ছবি চর্চায় ছিলই। ছবি এগিয়েছে। চর্চাও বেড়েছে। কখনও দৃশ্য ফাঁস হয়েছে। কখনও সংলাপ। কখনও নায়ক-নায়িকার লুক। তো কখনও সহ-অভিনেতাদের পরিচয়। ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি যে এভাবে ভেল্কি দেখাবেন, ভাবেননি কেউ। যেমন ভাবা যায়নি, টোটা রায়চৌধুরীকে এমন ‘ইউনিক’ চরিত্রে দেখা যাবে। সব মিলিয়ে ফের করণ স্বমহিমায়। আরো একবার তাঁর তৈরি ‘প্রেম কহানি’র জয়জয়কার। করণ মানেই উথালপাথাল প্রেম। পারিবারিক বন্ধনের জয়গান। প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করা। আর অকৃপণ ভাবে বলিউডের জৌলুস পর্দায় ছড়িয়ে দেওয়া। সব মিলিয়ে ‘লার্জার দ্যান লাইফ’। এই ছবিতেও সেই ধারা বজায়। ধর্মেন্দ্র-শাবানা আজমি! একজন ৮৭, অন্যজন ৭২। এই বয়সেও যে পর্দায় চুটিয়ে প্রেম করা যায়, অনেক দিন পরে মুখোমুখি হলে আবেগে ঠোঁটে ঠোঁট রাখা যায়— শেখালেন করণ। ধর্মেন্দ্র-শাবানার ক্ষেত্রে পরিচালক আক্ষরিক অর্থে আধুনিক। ধর্মেন্দ্র তাঁর মতো করে পর্দাজুড়ে। শাবানা লা-জবাব। ব্যক্তি জীবনে করণ ঠোঁটকাটা। বরাবর অন্যের সমালোচনায় মুখর। বিপরীতে থাকা মানুষটিকে কটাক্ষে, শ্লেষে, ব্যঙ্গে বিঁধতে ছাড়েন না। সেই করণ ঠেকে শিখেছেন, এভাবে মানুষকে ছোট করা অন্যায়। সেই শিক্ষা তিনি রণবীরের মুখ দিয়ে বলিয়ে নিয়েছেন। এভাবেই চেনা ছকে হেঁটেও ব্যতিক্রমী হওয়ার চেষ্টা করেছেন করণ। তারই ছায়া বক্স অফিসে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply