বোর্হেসের হ্যাটট্রিক, বড় জয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের
ব্রাজিল নারী ফুটবল দল। ছবি : এএফপি
ফিফা নারী বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে আজ সোমবার (২৪ জুলাই) মাঠে নেমেছে ব্রাজিল। প্রতিপক্ষ পানামা। সহজ প্রতিপক্ষের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে সেলেসাওরা। অ্যারি বোর্হেসের হ্যাটট্রিকে পানামাকে ৪-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে মার্তার ব্রাজিল।
অস্ট্রেলিয়ার হিন্দমার্শ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে ব্রাজিলের নারীরা। জোগো বোনিতোর ছন্দে ম্যাচের প্রথম সাফল্য পায় ১৯ মিনিটে। বোর্হেসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধের ৩৯ মিনিটে ব্রাজিলের দ্বিতীয় গোলটিও আসে তার পা থেকে।
২৩ বছর বয়সী এই তারকার প্রথম বিশ্বকাপ ম্যাচ এটি। কিন্তু, তার খেলা দেখে বোঝার উপায় রাখেননি তিনি। প্রধমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী।
সাম্বার তালে তালে পানামাকে পাত্তাই দেয়নি গোটা ম্যাচে। ৪৮ মিনিটে বিয়াট্রিজ জোয়াওয়ের গোলে ৩-০ তে এগিয়ে যায় ব্রাজিল। পুরো ম্যাচে ৭৩ শতাংশ বল দখলে রাখা সেলেসাও নারীরা পানামার গোলমুখে শট নেন ৩২ টি, যাতে অন টার্গেট শট ছিল ১০টি।
ম্যাচের ৭০ মিনিটে পানামার জালে চতুর্থ ও শেষ গোল দেয় ব্রাজিল। গোলটি আসে বোর্হেসের পা থেকে।
বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন বোর্হেস। চতুর্থ ব্রাজিলিয়ান নারী ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন তিনি, তবে অভিষেকে প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠানো প্রথম সেলেসাও নারী তিনিই।
‘এফ’ গ্রুপে ব্রাজিলের অপর দুই প্রতিপক্ষ ফ্রান্স ও জ্যামাইকা।
নারী ফুটবল বিশ্বকাপ
Tag: English News lid news others world
No comments: