এবার চিপ তৈরির কাঁচামাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিলো চীন
এবার চিপ তৈরির কাঁচামাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিলো চীন
সেমিকন্ডাক্টর তৈরিতে প্রয়োজনীয় দুটি বিরল ধাতুর রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে চীন। নিরাপত্তার কারণে এবং যুক্তরাষ্ট্রকে রুখতে এ সিদ্ধান্ত নিয়েছে চীন। চিপ নিয়ে বেইজিং-ওয়াশিংটনের মধ্যে টানটান উত্তেজনা মধ্য সোমবার (৩ জুলাই) এ ঘোষণা দিয়েছে চীন।
চিপ তৈরির কাঁচামাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ছবি: এপি
মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীনা বাণিজ্য মন্ত্রণালয় ও কাস্টমস বিভাগের জারি করা নির্দেশনা বলা হয়েছে, চিপ তৈরিতে প্রয়োজনীয় ধাতু গ্যালিয়াম ও জার্মেনিয়াম রপ্তানি করতে হলে এখন থেকে আলাদা লাইসেন্সের প্রয়োজন হবে। আগামী ১ আগস্ট থেকে এ নির্দেশনা কার্যকর হবে। চীন এ দুটি খনিজ ধাতুর প্রধান উৎপাদক।
নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব বৈদেশিক ক্রেতা এসব ধাতু কিনতে চান তাদের উল্লেখ করতে হবে কেন তারা এসব ধাতু কিনতে চান। কারণ, বিষয়টি চীনের ‘জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণের’ জন্য অতি জরুরি।
আরও পড়ুন: শীর্ষ মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করছে চীন
ইন্টিগ্রেটেড সার্কিট, এলইডি ও সৌর প্যানেলের ফটোভোলটাইক প্যানেলসহ বিভিন্ন ইলেকট্রিক পণ্য তৈরিতে গ্যালিয়ামের প্রয়োজন হয়। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) গ্যালিয়ামকে বিশেষ কাঁচামাল হিসেবে বিবেচনা করে। ইউরোপীয় কমিশনের ২০২০ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের গ্যালিয়াম উৎপাদনের ৮০ শতাংশ একাই নিয়ন্ত্রণ করে চীন।
একই প্রতিবেদনে বলা হয়েছে, অপটিক্যাল ফাইবার ও ইনফ্রারেড ক্যামেরা লেন্স তৈরির জন্য অপরিহার্য উপাদান হলো জার্মেনিয়াম। এই ধাতুরও ৮০ শতাংশই উৎপাদন করে চীন।
সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটন চীনা প্রতিষ্ঠানগুলোকে মার্কিন চিপ ও প্রযুক্তি কিনতে বাধা দেয়। এরই পরিপ্রেক্ষিতে একই রকম রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করছে চীন। এর মাধ্যমে চীন সেমিকন্ডাক্টর শিল্পে স্বয়ংসম্পূর্ণ হতে চাইছে।
যুক্তরাষ্ট্র গত কয়েক সপ্তাহে সেমিকন্ডাক্টর রপ্তানিতে বিধিনিষেধ আরও কঠোর করেছে। পাশাপাশি মিত্রদেরও একই কাজ করতে চাপ দিচ্ছে। সেই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে নেদারল্যান্ডসও চিপ তৈরির উদ্দেশ্যে প্রযুক্তি রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করবে বলে জানা গেছে।
Tag: English News Featured others world
No comments: