তেল আবিবে গাড়ি ব্যবহার করে হামলা, আহত ৫
ইসরাইলের রাজধানী তেল আবিবে গাড়ি ব্যবহার করে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। ইসরাইলি গণমাধ্যম এবং স্থানীয় মেজেন দাউদ আদম রেসকিউ সার্ভিস ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার (৪ জুলাই) এই ঘটনা ঘটেছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মেজেন দাউদ আদম রেসকিউ সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। পুলিশ এরই মধ্যে সেই গাড়ির চালককে আটক করে নিরস্ত্র করেছে। তবে কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই ঘটনার প্রশংসা করে এই ঘটনাকে ‘বীরোচিত’ বলে আখ্যা দিয়েছে।
তেল আবিবে এই হামলা এমন এক সময়ে এলো যখন ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে দুদিন ধরে বিমান এবং স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
আরও পড়ুন: তেল আবিবে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, আহত ৩
এর আগে, গত ৯ মার্চ ইসরাইলের তেল আবিবে একটি ক্যাফেতে এক বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে অন্তত ৩ জন আহত হয়। সেদিন রাতে তেল আবিবে রাস্তার পাশের একটি খোলা ক্যাফেতে খাবার খাচ্ছিলেন বেশ কয়েকজন। এ সময় তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে অজ্ঞাত বন্দুকধারী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ। আহতদের উদ্ধারে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় জড়িত সন্দেহে একজনকে নিরস্ত্রীকরণ করার দাবি করলেও তার বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি ইসরাইলের নিরাপত্তা বাহিনী। প্রাথমিকভাবে একে সন্ত্রাসী হামলা বলে ধারণ করলেও এ বিষয়ে কিছু জানায়নি ইসরাইলি কর্তৃপক্ষ।
ইসরাইলের কট্টরপন্থি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই নিরীহ ফিলিস্তিনিদের ওপর বেড়েছে দমন-পীড়ন। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরাইলিদের ওপর আশঙ্কাজনক হারে বেড়েছে হামলার ঘটনা
Tag: English News lid news world
No comments: