অর্থের বিনিময়ে কিশোরীর ‘আপত্তিকর’ ছবি সংগ্রহ, বিবিসির উপস্থাপককে বরখাস্ত
অর্থের বিনিময়ে এক কিশোরীর যৌনতাপূর্ণ ছবি নেয়ার অভিযোগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক উপস্থাপককে বরখাস্ত করা হয়েছে।
বিবিসির সদর দফতর। ছবি: সংগৃহীত
রোববার (৯ জুলাই) এক বিবৃতিতে বিবিসি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বিবিসি জানায়, বিবিসি যেকোনো অভিযোগকে গুরুত্ব সহকারে নেয় এবং এই ধরনের অভিযোগ তদন্তের জন্য সংবাদমাধ্যমটির শক্তিশালী অভ্যন্তরীণ প্রক্রিয়া রয়েছে।
আরও পড়ুন: বিবিসির দুই সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করল সিরিয়া
এতে আরও বলা হয়, এটি গুরুত্বপূর্ণ যে এই বিষয়গুলো ন্যায্যভাবে এবং যত্ন সহকারে পরিচালনা করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা নিশ্চিত করছি যে এরইমধ্যে একজন পুরুষ উপস্থাপককে বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলছে জানিয়ে বিবৃতিতে আগামী দিনে আরও আপডেট তথ্য দেয়া হবে বলে জানানো হয়।
এর আগে শুক্রবার (৭ জুলাই) এক কিশোরীর মা অভিযোগ করেন, প্রায় তিন বছর ধরে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ওই কিশোরীর কাছ থেকে বিবিসির উপস্থাপক আপত্তিকর ছবি নিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, অর্থের বিনিময়ে ওই উপস্থাপক কিশোরীর কাছ থেকে ছবি নিয়েছেন। তিনি ওই কিশোরীকে সবমিলিয়ে ৩৫ হাজারের বেশি পাউন্ড দিয়েছেন।
আরও পড়ুন: সেন্টমার্টিন ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিকৃতি বিবিসি বাংলায়
কিশোরীর মা জানিয়েছেন, আপত্তিকর ছবির জন্য বিবিসির উপস্থাপক তার কিশোরী মেয়েকে অর্থ দিয়েছেন। মেয়ের ফোনে তার আপত্তিকর ছবি দেখে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন।
Tag: English News lid news others world
No comments: