ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৩
ঝালকাঠিতে একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝালকাঠি জেলার পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল জানান, খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।KSRM
তিনি জানান, এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ১৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
Tag: English News lid news national
No comments: