কোমা থেকে জেগে ওঠার পর করোনার কথা শুনে অবাক তিনি
২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখোমুখি হন সৌদি আরবের নাগরিক ফারিস আবু বাতিন। দুর্ঘটনায় মারা যায় তার দুই ভাই।
ফারিস আবু বাতিন। ছবি: গালফ নিউজ
সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ফারিস প্রাণে বেঁচে গেলেও চলে যান কোমায়। এরপর কেটে যায় চারটি বছর। দীর্ঘ সময় পর চলতি বছরের মার্চে কোমা থেকে জেগে ওঠেন ফারিস।
গালফ নিউজের প্রতিবেদন মতে, জেগে উঠার পর তার মনে হয়, তিনি যেন নতুন এক পৃথিবীতে চলে এসেছেন। বিশ্বে এমন অনেক ঘটনা ঘটে গেছে যার কোনোটাই জানেন না তিনি। তার মধ্যে অন্যতম করোনা ভাইরাস। যার ফলে করোনা ভাইরাসের নাম শুনে রীতিমেতো অবাক হয়ে যান তিনি।
ফারিস আবু বাতিন আল আরাবিয়া টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘কোমা থেকে জেগে ওঠার পর যখন করোনা মহামারি সম্পর্কে জানতে পারি, তখন বেশ অবাক হয়েছিলাম।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘আর্কটারাস’
ফারিস আরও বলেন, ‘আমি সমাজের অনেক পরিবর্তন লক্ষ্য করেছি। আমি শহরের বিভিন্ন পরিবর্তনও দেখতে পেয়েছি।’
করোনার মহামারি খবর তার জন্য অনেক বড় চমক ছিল জানিয়ে বাতিন বলেন, কোমা থেকে জেগে উঠার পর অনেক ঘটনা জেনে অবাক হয়েছিলাম। যার মধ্যে অন্যতম ছিল কোভিড-১৯ মহামারি। অনেকে আমাকে কোভিড-১৯ বা করোনা মহামারি সম্পর্কে বলেছিল। আমি এ সম্পর্কে প্রথমে বুঝতে পারিনি, পরে ইউটিউব থেকে মহামারি সম্পর্কে জেনেছি।’
আরও পড়ুন: জার্মানিতে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন
বাতিন আরও জানান, তিনি কোমা থেকে জেগে ওঠার পর প্রথমেই একটি কোরআন শরীফ চেয়েছিলেন। এছাড়া কোমা থেকে ওঠার পর জানতে পারেন তার স্ত্রী চাকুরি করে তার সন্তানদের লালন-পালন করছেন। এ বিষয়টি জেনে তিনি খুব খুশি হন।
Tag: English News lid news others world
No comments: