লাদাখে ভারতীয় সেনাদের সামরিক মহড়া
চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই লাদাখের বিতর্কিত অঞ্চলে ব্যাপক আকারে সামরিক মহড়া শুরু করেছে ভারত। শনিবার (৮ জুলাই) সিন্ধু নদের পাড়ে এই মহড়া চালানো হয়। খবর হিন্দুস্তান টাইমসের।
অত্যাধুনিক সব সমরাস্ত্র ব্যবহার করে ভারতের সামরিক মহড়া। ছবি: সংগৃহীত
২০২০ সালে চীনা সেবাবাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রথমবারের মতো এত বড় আকারে সামরিক অনুশীলনের আয়োজন করল ভারত। মহড়ায় রাশিয়ার তৈরি টি-৯০ এবং টি-৭২ ট্যাংকসহ অত্যাধুনিক সব সমরাস্ত্র ব্যবহার করা হয়।
এ ছাড়া দুর্গম এলাকায় তীব্র শীতের মধ্যে যুদ্ধকালীন সময়ে প্রতিকূল আবহাওয়ার মধ্যে টিকে থেকে কীভাবে শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে চালিয়ে যেতে হবে সে বিষয়ে অনুশীলন চালানো হয়।
আরও পড়ুন: বিতর্কিত লাদাখ সীমান্তে ভারতীয় বিমানবাহিনীর মহড়া
২০২০ সালের ৫ মে থেকে লাদাখ সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় চীনা সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। দুই দেশের সামরিক বাহিনীর ওই সংঘর্ষে ওই বছরের জুন মাসে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ২০ সদস্যের প্রাণহানির কথা স্বীকার করা হলেও চীনের পক্ষ থেকে তাদের সেনা সদস্যের হতাহতের বিষয়ে কিছুই বলা হয়নি।
No comments: