Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » এল ক্লাসিকোতে রিয়ালকে উড়িয়ে যে বার্তা দিল বার্সা




প্রাক্‌–মৌসুম প্রস্তুতির ম্যাচ হলেও এল ক্লাসিকো মানেই উত্তাপ ও রোমাঞ্চ। যেকোনো পর্যায়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মুখোমুখি লড়াই নিয়ে সমর্থকদের আগ্রহও থাকে তুঙ্গে। গতকাল রাতেও রিয়াল-বার্সার সমর্থকদের চোখ ছিল টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে। যে লড়াইয়ে শেষ হাসি হেসেছে বার্সেলোনা সমর্থকেরাই। দারুণ খেলে রিয়ালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান পরাশক্তিরা। এ জয় দিয়ে যুক্তরাষ্ট্রের মাঠে রিয়ালের বিপক্ষে নিজেদের দাপটও ধরে রাখল বার্সা। এই পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৩টিতেই জিতেছে তারা। এ জয়ে মৌসুম শুরুর আগে রিয়ালকে সতর্কবার্তাও যেন দিয়ে রাখল জাভি হার্নান্দেজের দল। গত মৌসুমে রিয়ালকে পেছনে ফেলেই লা লিগা শিরোপা জিতেছিল বার্সা। এবার নিজেদের লক্ষ্যটাকে আরও বড় করেছে তারা। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চেও নিজেদের দাপট ফেরাতে চায় ক্লাবটি। আর বার্সাকে পেছনে ফেলতে রিয়ালকে যে আরও ভালোভাবে প্রস্তুত হয়ে আসতে হবে, সেই ইঙ্গিতও দিয়ে গেল ম্যাচটি।

২০২৩–২৪ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলবে বার্সেলোনা এল ক্লাসিকোর এই লড়াইয়ে দুই দলই মাঠে নেমেছিল শক্তিশালী একাদশ নিয়ে। ৪-৩-৩ ফরমেশনে রিয়াল আক্রমণভাগে খেলিয়েছে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো এবং জুড বেলিংহামের মতো তারকাদের। অন্যদিকে বার্সা রবার্ট লেভানডফস্কি, উসমান দেম্বেলে এবং পেদ্রিদের সঙ্গে রেখেছিল ম্যান সিটি থেকে আসা ইলকায় গুন্দোয়ানকেও। ম্যাচে বল দখল এবং আক্রমণে কিন্তু বার্সা নয় এগিয়ে ছিল রিয়ালই। ৫৩ শতাংশ বলের দখল রেখে রিয়াল শট নেয় ২৯টি। যদিও মাত্র ৫টি শটই লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে বার্সা ১২টি শট নিয়ে ৭টিকেই লক্ষ্যে রাখে। এদিন বার্সা বাজিমাত করেছে মূলত ফিনিশিংয়ে। অন্যদিকে রিয়াল বেশ কিছু সুযোগ নষ্ট করে ম্যাচ হাতছাড়া করেছে। পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করেছেন ভিনিসিয়ুস পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করেছেন ভিনিসিয়ুসছবি: রয়টার্স ম্যাচের শুরু থেকেই অবশ্য আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। ১৫ মিনিটে বার্সাকে লিড এনে দেন দেম্বেলে। পেদ্রির কাছ থেকে ডি-বক্সের ভেতর বল পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই ফরাসি তারকা। এরপর ম্যাচে সমতা ফেরানোর জন্য জোর চেষ্টা চালিয়ে যায় রিয়াল। ২০ মিনিটে পেনাল্টি থেকে সুবর্ণ এক সুযোগও এসেছিল ভিনিসিয়ুসের সামনে। কিন্তু সেই সুযোগ নষ্ট করেন ভিনি। প্রথমার্ধের বাকি সময়ও ম্যাচে ফিরতে মরিয়া ছিল রিয়াল। বার্সাও চেয়েছিল ব্যবধান বাড়াতে কিন্তু কখনো নিজেদের ভুলে আবার কখনো গোলরক্ষকের দৃঢ়তায় জালের দেখা পায়নি কোনো দলই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply