চীনে স্কুল জিমের ছাদ ধসে নিহত ১০
চীনের উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চলে একটি স্কুল জিমের ছাদ ধসে ১০ জন নিহত হয়েছে। এছাড়াও ধ্বংসস্তূপের নীচে একজন আটকা পড়েছেন।
দুর্ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে দমকল বাহিনী। ছবি: সংগৃহীত
স্থানীয় সময় রোববার (২৩ জুলাই) বিকাল ৩টার দিকে চীনে হেইলংজিয়াং প্রদেশের কিকিহার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সোমবার (২৪ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ায় বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ১৪ জনকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে। তাদের মধ্যে চারজন মৃত ছিলো। ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়।
আরও পড়ুন: চীনে ভারি বৃষ্টিপাতে ১৫ জনের প্রাণহানি
সম্প্রচারমাধ্যমটির প্রচারিত ফুটেজে দেখা গেছে, জিমের পুরো ছাদ ধসে পড়েছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে কাজ করছেন।
সিসিটিভি জানিয়েছে, উদ্ধার অভিযানে ৩৯টি ট্রাকসহ ১৬০ জন দমকলকর্মী কাজ করছে।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ছাদ ধসের ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণকর্মীরা ছাদে পার্লাইট রেখেছিলেন। ভারী বৃষ্টির কারণে এটি প্রসারিত হয়, যা ছাদ ধসে পড়ায় ভূমিকা রাখে।
আরও পড়ুন: চীনের রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩১
এ ঘটনায় নির্মাণ প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে ২০১৫ সালে তিয়ানজিনে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ১৬৫ জনের মৃত্যু হয়েছিলো।
Tag: English News others world
No comments: