Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কলকাতায় আসার আগেই ‘খেলা হবে’ বাদ! করণের ছবিতে কোথায় কাঁচি সেন্সরের?




সোমবার কলকাতায় আসছেন রণবীর সিং-আলিয়া ভাট। উপলক্ষ, আগামী ছবি ‘রকি ঔর রানি কি প্রেম কহানি’র গানের প্রচার। করণ জোহর আসবেন? জানা যায়নি। তবে শহরে পা রাখার আগেই সেন্সর বোর্ড কাঁচি চালিয়েছে প্রযোজক-পরিচালকের ছবিতে। সবার প্রথম বাদ পড়েছে রাজনৈতিক স্লোগান ‘খেলা হবে’। বোর্ডের কড়া নির্দেশ, কোনও রাজনৈতিক দলের প্রচার বা ব্যবহৃত স্লোগান ছবিতে দেখানো যাবে না। আরও পড়ুন: Bollywood: রেখা-ফরজানা সম্পর্কের কথা বলিইনি! গুঞ্জন অস্বীকার করে আইনি হুমকি ইয়াসের উসমানের এখানেই শেষ নয়। আরও কয়েকটি বিষয়েও আপত্তি সেন্সর বোর্ডের। ছবিতে লোকসভার উল্লেখ রয়েছে। সেটিও বাদ পড়তে চলেছে। ছবিতে একাধিক বার বিশেষ একটি শব্দ ব্যবহার করেছেন পরিচালক। সেটিও থাকবে না। প্রথম সারির মদ বিক্রয়কারী সংস্থার নাম রয়েছে। সেটি বদলে দিতে হবে। করণ তাঁর ছবিতে অন্তর্বাস বিক্রি করা হয় এমন দোকান দেখিয়েছেন। সেখানে একাধিক এমন কিছু শব্দ ব্যবহৃত যা আপত্তিজনক। সেগুলোও বাদ পড়বে। এই আপত্তিগুলো ছাড়াই ১৯ বোর্ডের শংসাপত্র পেয়েছিলেন করণ। ছবির দৈর্ঘ ২ ঘণ্টা ৪৮ মিনিট। বাঙালি-পাঞ্জাবি পরিবারের প্রেম খুব পুরনো। তাকেই আরও একবার পটভূমিকায় রেখেছেন পরিচালক। রণবীর পাঞ্জাবি-পুত্তর। আলিয়া বাঙালি কন্যে। তাঁদের প্রেম কাহিনিই ছবির আকর্ষণ। এই দুই তারকাকে ঘিরে থাকবেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, জয়া বচ্চন, ধর্মেন্দ্র, শাবানা আজমি। ছবির দুটো গান মুক্তি পেয়েছে। দুটো গানই জনপ্রিয়। এই ছবির বেশ কিছু দৃশ্যে যশ চোপড়ার নির্মাণ শৈলির ছোঁয়া। করণ অকপটে স্বীকার করেছেন সে কথা। জানিয়েছেন, এই দৃশ্যগুলো তিনি রেখেছেন প্রয়াত নির্মাতা-পরিচালককে সম্মান জানানোর জন্যই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply