Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » কম্বোডিয়ায় একতরফা নির্বাচন সহায়তা কর্মসূচি স্থগিত করে ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র




কম্বোডিয়ায় একতরফা নির্বাচন

সহায়তা কর্মসূচি স্থগিত করে ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কম্বোডিয়ার জাতীয় নির্বাচনে ‘ভূমিধস জয়’ পাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার (২৩ জুলাই) সিপিপি’র এ ঘোষণার পরপরই কম্বোডিয়ায় কিছু বিদেশি সহায়তা স্থগিতের পাশাপাশি দেশটির অনেক ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নির্বাচনের দিন কম্বোডিয়ার নম পেনে ভোটার তালিকা দেখছেন সাধারণ মানুষ। ছবি: রয়টার্স মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, কম্বোডিয়ার নির্বাচন নিয়ে ওয়াশিংটন ‘উদ্বিগ্ন’। কারণ, দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের দল সিপিপি কার্যকর কোনো প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ায় এই নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ ছিল না। তিনি বলেন, নির্বাচনের আগে, কম্বোডিয়া কর্তৃপক্ষের হয়রানির শিকার হয়েছে বিরোধী রাজনৈতিক দল, মিডিয়া এবং সুশীল সমাজের প্রতিনিধিরা, যা কম্বোডিয়ার সাংবিধানিক চেতনা এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতাকে ক্ষুণ্ন করেছে। ‘এর প্রতিক্রিয়ায়, মার্কিন যুক্তরাষ্ট্র কম্বোডিয়ার এমন ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নিয়েছে, যারা গণতন্ত্রকে ক্ষুণ্ন করেছে। পাশাপাশি কিছু বিদেশি সহায়তা কর্মসূচি স্থগিত করা হয়েছে,’ যোগ করেন মিলার। বিবৃতিতে তিনি কম্বোডিয়া কর্তৃপক্ষকে প্রকৃত বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করা, রাজনৈতিকভাবে অনুপ্রাণিত বিচারের অবসান এবং দেশের ‘আন্তর্জাতিক অবস্থানের উন্নতি’ করার জন্য স্বাধীন মিডিয়াকে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই কাজ করার অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছেন। আরও পড়ুন: কম্বোডিয়ায় নির্বাচন: ‘ভূমিধস’ জয় দাবি হুন সেনের দল সিপিপি’র রোববার ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সিপিপির মুখপাত্র সোক আইসান গণমাধ্যমকে বলেন, ‘আমরা ভূমিধস জয় পেয়েছি। যদিও কতটি আসনে জয় পেয়েছি সে বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট পরিসংখ্যান নেই।’ ভোটার উপস্থিতি ৮৪ শতাংশ ছিল- হুন সেনের এমন দাবির পরই নির্বাচনে বড় জয়ের কথা জানায় সিপিপি। হুন সেন বলেন, ভোটার উপস্থিতির রেকর্ডই প্রমাণ করে যে নির্বাচনকে দুর্বল করার জন্য চালানো প্রচারণা ব্যর্থ হয়েছে। ১ কোটি ৬০ লাখ জনসংখ্যার কম্বোডিয়ায় প্রায় ৯৭ লাখ মানুষ ভোটার হিসেবে নিবন্ধিত। এদিকে যেসব ভোটার নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাদের ব্যালট পেপার নষ্ট করেছে; কর্তৃপক্ষের সামনে হাজির না হলে তাদের ‘আইনি পরিণতির’ মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন হুন সেন। বিবিসি এক প্রতিবেদনে জানায়, বছরের পর বছর প্রতিপক্ষ দলগুলোর ওপর নির্দয় দমনপীড়ন চালানো কম্বোডিয়ান পিপলস পার্টির (সিপিপি) সঙ্গে রোববারের ভোটে যারা অংশ নিয়েছে, তাদের কেউই ক্ষমতাসীনদের শক্ত প্রতিপক্ষ নয়। এবারের নির্বাচনে সিপিপি’র সঙ্গে বাকি যে ১৭টি দল লড়েছে, সবশেষ ২০১৮ সালের সাধারণ নির্বাচনে তারা পার্লামেন্টে একটি আসনও জেতেনি। আরও পড়ুন: কম্বোডিয়ায় একতরফা নির্বাচন চলছে কম্বোডিয়ার এবারের নির্বাচন অব্যশ্য অন্য কারণেও গুরুত্বপূর্ণ। হুন সেন তার বড় ছেলে হুন মানেটের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন, যা ঘটলে ৩৮ বছর দেশকে নেতৃত্ব দেয়া সাবেক এ খেমার রুজ গেরিলার শাসনের অবসান হবে। বিশ্লেষকরা বলছেন, হুন সেনের সময়ে কম্বোডিয়া যেভাবে চীনের ছায়াতলে আছে, তার ছেলে সেখান থেকে বেরিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সখ্যতা গড়তে চাইবে কি না তার ওপর সবার নজর থাকবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply