Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মৃত্যুর আগে প্রেমিকার জন্য হাজার কোটি রেখে গেলেন বারলুসকোনি




ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মৃত্যুর আগে ৩৩ বছর বয়সী প্রেমিকা মার্টা ফ্যাসিনাকে ১ হাজার ১৮৩ কোটি ২৬ লাখ টাকার (১০ কোটি ইউরো) সম্পদ লিখে দিয়ে গেছেন। খবর দ্য গার্ডিয়ানের। প্রেমিকা মার্টা ফ্যাসিনার সঙ্গে ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। ছবি: সংগৃহীত প্ সিলভিও বারলুসকোনি জুন মাসের ১২ তারিখ মারা গেছেন। তিনি ১৯৯৪ সালে প্রথম ইতালির প্রধানমন্ত্রী হন। এরপর ২০১১ সাল পর্যন্ত দেশটির চারটি সরকারের নেতৃত্ব দেন। তার মোট সম্পত্তির মূল্য ৬ বিলিয়ন ইউরো বা প্রায় ৭১ হাজার কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের মার্চ থেকে বারলুসকোনির সঙ্গে সম্পর্ক শুরু হয় ফ্যাসিনার। তবে তারা বিয়ে না করলেও বারলুসকোনি মৃত্যুশয্যায় ফ্যাসিনাকে স্ত্রী বলে ডেকেছেন। আরও পড়ুন: ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি আর নেই ২০১৮ সালের সাধারণ নির্বাচনের পর থেকে ফ্যাসিনা ইতালির সংসদের নিম্নকক্ষের সদস্য। তিনি রাজনৈতিক দল ফোরজা ইতালিয়ার ডেপুটি। ১৯৪৪ সালে বারলুসকোনি রাজনীতিতে প্রবেশকালে দলটি প্রতিষ্ঠা করেছিলেন। বারলুসকোনির সব ব্যবসা তার দুই বড় সন্তান মেরিনা এবং পিয়ের সিলভিওর মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। তাদের কাছে পরিবারের হোল্ডিংয়ের ৫৩ শতাংশ শেয়ার থাকবে। এছাড়া তিনি মৃত্যুর আগে তার ভাই পাওলোর জন্য ১০০ মিলিয়ন ইউরো এবং ফোরজা ইতালিয়া পার্টির একজন সাবেক সিনেটর মার্সেলো ডেল’উত্রির জন্য ৩০ মিলিয়ন ইউরো রেখে গেছেন। আরও পড়ুন: বারলুসকোনিহীন ইতালির সরকার বা রাজনীতির কী হবে? বারলুসকোনি মধ্য-ডান ফোরজা ইতালিয়া পার্টির নেতৃত্বে ছিলেন। গত সেপ্টেম্বরে নির্বাচনে তিনি উচ্চকক্ষ সিনেটে নির্বাচিত হন এবং তার দল প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অধীনে জোটে যায়। বারলুসকোনির জন্ম ১৯৩৬ সালে মিলানে। ভ্যাকুয়াম ক্লিনার বিক্রির মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তিনি ইতালির বৃহত্তম গণমাধ্যম কোম্পানির প্রতিষ্ঠাতা। পরে ইতালির রাজনীতিতে যোগ দিয়ে অত্যন্ত প্রভাবশালী নেতায় পরিণত হন এবং পরে দেশটির প্রধানমন্ত্রী হন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply