সিরিয়ায় গাড়িতে বোমা হামলায় নিহত ৮
উত্তর সিরিয়ায় দুটি গাড়িতে বোমা হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। রোববার (৯ জুলাই) এ হামলার ঘটনা ঘটে। খবর এএফফির।
গাড়িতে বোমা হামলা। ছবি: সংগৃহীত
এফফির প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি সীমান্তবর্তী শাওয়াত গ্রামের এক গাড়ির গ্যারেজে প্রথম বোমা হামলার ঘটনা ঘটে। গ্রামটি আঙ্কারাপন্থি যোদ্ধাদের দখলে রয়েছে। এই হামলায় তিন শিশুসহ ৫ বেসামরিক নাগরিক নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
গাড়িবোমা হামলার অন্য ঘটনাটি ঘটে মানজিব শহরে। এতে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে যুক্ত তিন যোদ্ধা নিহত হয়েছেন।
আরও পড়ুন: চীনে কিন্ডারগার্টেনে ছুরি হামলা, নিহত ৬
মানজিব শহরটি ইসলামিক স্টেটের একটি সাবেক শক্ত ঘাঁটি, যেটি এখন মার্কিন সমর্থিত এসডিএফের সঙ্গে যুক্ত একটি সামরিক পরিষদের অধীন রয়েছে।
২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভ দিয়ে সিরিয়ায় যুদ্ধ শুরু হয়। পরে এটি জিহাদি ও বিদেশি শক্তির মধ্যে একটি বড় সংঘাতে রূপ নেয়। আর এই সংঘাতে এখন পর্যন্ত অর্ধমিলিয়নেরও বেশি লোক মারা গেছেন ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
Tag: English News lid news others world
No comments: