ওড়িশায় রেল দুর্ঘটনা: তিন কর্মকর্তাকে গ্রেফতার করল সিবিআই
ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিন রেল কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। শুক্রবার (৭ জুলাই) তাদের রেল দুর্ঘটনায় অনিচ্ছাকৃত খুন ও প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়।
ওড়িশায় দুর্ঘটনাকবলিত ট্রেন। ছবি: সংগৃহীত
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার তিন কর্মকর্তার নাম অরুণ কুমার, পাপ্পু কুমার ও আমির খান। তিনজনই দক্ষিণ-পূর্ব রেলে কর্মরত রয়েছেন।
গত ২ জুন ওড়িশার বালেশ্বরের বাহানাগাবাজার রেলস্টেশনের সামনে দক্ষিণ ভারতগামী করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে একটি মালগাড়ির ধাক্কা লাগার পর ভয়াবহ দুর্ঘটনায় অন্ততপক্ষে ২৮৮ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে এক হাজার যাত্রী। ৫২ জনের মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। দেহগুলো বালেশ্বরের হাসপাতাল মর্গে পড়ে রয়েছে।
রেল কর্তৃপক্ষ দফায় দফায় সংবাদপত্রে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের কাছে আবেদন জানালেও এখন পর্যন্ত সে রকম সাড়া মেলেনি বলে জানা গেছে। ফলে শেষ পর্যন্ত এসব মরদেহ আদৌ প্রকৃত স্বজনের কাছে পৌঁছবে কি না, সেটা নিয়েও রয়েছে সন্দেহ।
আরও পড়ুন: ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: এখনও পড়ে আছে ৫০ মরদেহ, মেলেনি পরিচয়
ওই রেল দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের বহু যাত্রী হতাহত হন। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেয়।
তবে প্রশ্ন ওঠে: লুপ লাইনে কীভাবে ঘণ্টায় ১৩৮ কিলোমিটার গতিতে চলা করমণ্ডল এক্সপ্রেসকে ঢুকিয়ে দেয়ার সিগন্যাল দেয়া হলো। দুর্ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দেন রেলমন্ত্রীকে। এরপরই সিবিআই তদন্ত শুরু করে।
Tag: English News lid news others world
No comments: