পুতিনের সঙ্গে বৈঠক নিয়ে জিনপিংকে যা বলে সতর্ক করলেন বাইডেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হয়। ওই বৈঠকের পর জিনপিংকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, ‘সতর্ক হন। কারণ বেইজিং পশ্চিমা বিনিয়োগের ওপর নির্ভরশীল।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত
শুক্রবার (৭ জুলাই) সিএনএনকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন বাইডেন। ওই সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ ও চীন-রাশিয়া সম্পর্ক প্রভৃতি বিষয় নিয়ে কথা বলেন তিনি।
গত মার্চ মাসে পুতিনের সঙ্গে জিনপিংয়ের এক বৈঠক নিয়ে বাইডেন বলেন, ‘জিনপিংয়ের সঙ্গে সম্প্রতি আমার কথা হয়েছে। তাকে আমি বলেছি, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এ পর্যন্ত ৬০০ মার্কিন কোম্পানি রাশিয়া থেকে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করেছে, নয়ত বন্ধ করতে বাধ্য হয়েছে।'
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-রাশিয়া ফের উত্তেজনা
তিনি আরও বলেন, 'এর আগে একবার জিনপিং আমাকে বলেছিলেন যে, আমার দেশের অর্থনীতি অনেকাংশে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ওপর নির্ভরশীল। আমি তাকে তার সেই বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে সতর্ক থাকতে বলেছি। তবে এটা কোনো হুমকি না। আমি কোনো হুমকি দিইনি, কেবল আমার পর্যবেক্ষণ তুলে ধরেছি।'
গত মার্চে দুইদিনের মস্কো সফরে যান চীনা প্রেসিডেন্ট জিনপিং। ওই সফরে রুশ প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। ওই বৈঠকে রাশিয়া ও চীনের মধ্যকার বন্ধুত্বের কথা উঠে আসে। এছাড়া পশ্চিমাদের সমালোচনাও করেন তারা।
তবে সেসব বৈঠক থেকে ইউক্রেনকে ঘিরে কূটনৈতিক কোনো অগ্রগতি হয়নি। এরপর চীন ও রাশিয়ার এ দুই প্রেসিডেন্ট কয়েকদিন আগে এক ভার্চুয়াল সম্মেলনেও অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন: হোয়াইট হাউসে কোকেন ঢুকল কীভাবে?
সাক্ষাৎকারে সিএনএনের পক্ষ থেকে বাইডেনকে প্রশ্ন করা হয়, তিনি জিনপিংকে সাম্প্রতিক এই সতর্কবার্তা দেয়ার সময় চীনের প্রেসিডেন্টের মনোভাব কেমন ছিল। উত্তরে বাইডেন বলেন, ‘তিনি শুনেছেন, কিন্তু কোনো মন্তব্য করেননি। আমার মনে হয় না, রাশিয়ার প্রতি তার টান কমেছে।’
Tag: English News lid news others world
No comments: