থ্রেডসের জন্য মেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি টুইটারের
প্রতিদ্বন্দ্বী অ্যাপ থ্রেডসের জন্য মেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে টুইটার।
টুইটার মালিক ইলন মাস্ক বলেছেন, মেটা প্রতারণা করে সাবেক টুইটার কর্মীদের নিয়ে এই অ্যাপটি চালু করেছে।
অন্যদিকে সাবেক টুইটার কর্মীরা থ্রেডস তৈরি করতে সহায়তা করেছেন, এমন অভিযোগ অস্বীকার করেছে মেটা।
বুধবার চালু হওয়ার পর দুই দিনেই তিন কোটির বেশি ব্যবহারকারী যুক্ত হয়েছেন থ্রেডসে। এর নির্মাতা মেটার কর্তারা থ্রেডসকে টুইটারের বিকল্প হিসেবেই তুলে ধরছেন ব্যবহারকারীদের সামনে। ফেসবুক এবং ইনস্টাগ্রামের মালিক মেটা তাদের নতুন অ্যাপটিকে একেবারেই প্রাথমিক সংস্করণ বলে উল্লেখ করেছে।
No comments: