ইসরাইলজুড়ে বিক্ষোভ বিচারব্যবস্থা সংস্কারে নেতানিয়াহু প্রশাসনের তড়িঘড়ি
ইসরাইলজুড়ে তীব্র বিক্ষোভ সত্ত্বেও তড়িঘড়ি করে বিচারব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। আগামী সপ্তাহেই এ সংক্রান্ত বিতর্কিত বিলটি চূড়ান্ত অনুমোদনে পার্লামেন্টে ভোটাভুটি হবে বলে জানা গেছে। এতে বাধা দিলে বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
টানা ৭ মাসের বেশি সময় ধরা চলা আন্দোলনের তোয়াক্কা না করে আগামী সপ্তাহে চূড়ান্ত ভোটের মাধ্যমে বিচারব্যবস্থা সংস্কার আইন বাস্তবায়ন করতে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এমন খবর ছড়িয়ে পড়ায় ক্ষোভে ফুঁসছেন ইসরাইলের বাসিন্দারা। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮ জুলাই) তেল আবিবের স্টক এক্সচেঞ্জ ও সামরিক বাহিনীর সদর দফতরের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
এ সময় ব্যানার, ফেস্টুন হাতে সরকারবিরোধী স্লোগান দিয়ে তারা বলেন, স্বৈরাচারী উন্মাদনা ইসরাইলের অর্থনীতিতে কী প্রভাব ফেলছে স্টক এক্সচেঞ্জ তারই একটি প্রতীক। এজন্যই আমরা এখানে এসেছি। একটি স্টার্টআপ জাতি থেকে আমরা একেবারে নিচের দিকে চলে যাচ্ছি। ইসরাইল দ্বিতীয় সিলিকন ভ্যালি হতে যাচ্ছে।
গেল সপ্তাহে বিচারব্যবস্থার সংস্কার সংক্রান্ত বিতর্কিত বিলের ওপর প্রথম দফার ভোটাভুটি হয় ইসরাইলি পার্লামেন্ট নেসেটে। প্রথম দফায় নেসেটের ১২০টি আসনের মধ্যে ৬৪টি আসন নিশ্চিত করেছে নেতানিয়াহু প্রশাসন। বিলটি আইনে পরিণত হতে আরও দুই দফা ভোটের কথা থাকলেও, তড়িঘড়ি করে আগামী সপ্তাহে শুধুমাত্র পার্লামেন্টের সদস্যদের উপস্থিতিতে এ আইনটি বাস্তবায়নে মরিয়া নেতানিয়াহু।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের ক্ষমতা সংকোচন বিলে প্রাথমিক সম্মতি দিল ইসরাইলি পার্লামেন্ট
এদিকে, বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন কট্টরপন্থি এই নেতা। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধেও শাস্তির নির্দেশ দিয়েছেন তিনি।
চলতি বছর ইসরাইলি প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত নেতানিয়াহু সরকারের বিতর্কিত সিদ্ধান্তে উদ্বেগের জেরে এ আমন্ত্রণ জানান তিনি। সোমবার (১৭ জুলাই) ইসরাইলি ও মার্কিন নেতাদের মধ্যে ফোনালাপের পর এ তথ্য জানায় হোয়াইট হাউস।
Tag: English News lid news others world
No comments: