নীলফামারীতে তিস্তার পানি কমতে শুরু করেছে
নীলফামারী জেলায় উজানের ঢলে বিপৎসীমা ছুঁইছুঁই করার পর কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি।
আজ শুক্রবার সকাল নয়টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বেলা তিনটায় সেখানে পানি কমে ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। ওই পয়েন্টে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার ।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরণ কেন্দ্র সূত্র জানায়, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে গত বৃহস্পতিবার রাত থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে শুরু করে। আজ সকাল নয়টায় বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়ে বেলা ১২টায় ১০ সেন্টিমিটার এবং বেলা তিনটায় ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।KSRM
জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন,‘সকালে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আমার ইউনিয়নের নিম্নাঞ্চল ঝাড়সিংহেশ্বর ও পূর্বছাতনাই গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে পড়ে। পানি কমার সঙ্গে আতঙ্ক কেটে যায়’।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, ‘উজানে ভারী বর্ষণে নদীর পানি বৃদ্ধি পায়। এরপর পানি কমতে শুরু করলে বিকেল তিনটার দিকে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সবকটি (৪৪) গেট খুলে রাখা হয়েছে।’
Tag: English News lid news national
No comments: