পা হারানো শিশু অগ্ররাজকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
চট্টগ্রামের বাঁশখালীতে বাসের চাপায় পাঁচ বছরের শিশু অগ্ররাজ সিকদারের পা হারানোর ঘটনায় এস আলম পরিবহন কেন পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার (৫ জুলাই) বিচারপতি এস এম কুদ্দুজ্জামান ও এ কে এম রবিউল হাসানের বেঞ্চ এ আদেশ দেন। এতে একইসঙ্গে চিকিৎসা খরচ বাবদ ৭ লাখ টাকা কেন দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও এস আলম পরিবহন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তুষার রায়।
আরও পড়ুন: হিজড়া জনগোষ্ঠীকে সুবিধা দিতে আইনি নোটিশ
গত ১২ এপ্রিল চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শিশুটির মা বাঁশখালীর বাসিন্দা পূর্ণিমা দে তার পা হারানো সন্তানের জন্য ক্ষতিপূরণ দাবি করেন।
পূর্ণিমা দে জানান, গত ১৬ ফেব্রুয়ারি বাঁশখালীর নাপোড়া বাজার এলাকায় স্কুলের গেটে দাঁড়িয়ে ছিল তার শিশু ছেলে অগ্ররাজ সিকদার। একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে এস আলম পরিবহনের চট্টগ্রাম অভিমুখী একটি বাস তার ছেলের দুই পা চাপা দেয়। এ অবস্থায় বাসটি তাকে কিছুদূর টেনেও নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার বাম পা কেটে ফেলতে হয় এবং ডান পায়ে প্লাস্টার করা হয়। এ ব্যাপারে ৮ মার্চ বাঁশখালী থানায় মামলার আবেদন করা হলেও পুলিশ ২১ মার্চ মামলা রেকর্ড করে বলে দাবি করেন পূর্ণিমা দে।
পরে ক্ষতিপূরণ না পেয়ে অগ্ররাজের মা পূর্ণিমা দে হাই কোর্টে রিট করেন।
Tag: English News lid news
No comments: