Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » জনগণের সচেতনতাই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে: তাপস




জনগণের সচেতনতাই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে: তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জনগণের সচেতনতা এবং তাদের দায়িত্বশীল ভূমিকা পালনই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে।

আজ বুধবার পশ্চিম ধানমন্ডির মধুবাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন,‘একটি উৎস থেকেই কিন্তু পুরো এলাকার সকলের জন্য জনস্বাস্থ্যের হুমকি তৈরি করতে পারে। একটি পাত্রে জমে থাকা পানির ভেতর প্রচুর পরিমাণে লার্ভা এবং মশা হওয়া সম্ভব। তাই প্রথমত আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পানি জমে লার্ভা বিস্তারের সুযোগ তৈরি হয় এরকম কোথাও কোন পরিত্যক্ত পাত্র বা সামগ্রী রাখা যাবে না। নিজেদের আঙিনা, স্থান ও স্থাপনা আমরা যদি পরিষ্কার রাখতে পারি-তাহলে আমরা অবশ্যই এই এডিস মশা এবং ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারব। ১০০ ভাগ নির্মূল করতে পারবো এটা আমরা বলি না, কিন্তু জনগণ সচেতন হলে আমরা এটা নিয়ন্ত্রণে রাখতে পারব।’ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে গৃহিত ও চলমান কার্যক্রম উল্লেখ করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘যে বিষয়টি আমাদেরকে এখন সবচেয়ে বেশি ভোগাচ্ছে সেটি হলো এডিস মশার বিস্তার। সে বিস্তারকে রোধ করতে এই মৌসুমে আমাদের যে চলমান অভিযান, সেই অভিযানের কার্যক্রম আজ আমি নিজেই সশরীরে তদারকি করছি। আজকে মধুবাজার এলাকায় আমাদের কর্মী ও কর্মকর্তারা ২৬টি ভবন পরিদর্শন করেছেন। আমি নিজে গিয়েও কয়েকটি পরিদর্শন করেছি। একটু উন্মুক্ত জমি সেখানে ভাড়াটিয়া কিছু ব্যক্তি থাকেন- সে জায়গায় তাদের একটি মাটির পাত্রে আমরা পানি এবং লার্ভা পেয়েছি। তাদেরকে সচেতন করার জন্য আমরা কথা বলেছি এবং সেটা আমরা ধ্বংস করেছি, নির্মূল করেছি। এভাবেই আমরা চেষ্টা করছি- যেখানেই লার্ভা হওয়ার শঙ্কা রয়েছে, পানি জমে থাকার শঙ্কা রয়েছে সেসব জায়গা আমরা ধ্বংস করছি, নির্মূল করছি। লার্ভিসাইডিং করছি এবং বিকেলে আবার ফগিং করা হচ্ছে। যাতে করে উন্মুক্ত মশাগুলো নিধন করা যেতে পারে। এভাবেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ৭৫টি ওয়ার্ডে অভিযান পরিচালনা হচ্ছে।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply