Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » পিএসজিকে নিয়ে এমবাপ্পের নেতিবাচক মন্তব্য




কিলিয়ান এমবাপ্পে। ছবি : পিএসজির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যত দিন গড়াচ্ছে, কিলিয়ান এমবাপ্পের সঙ্গে পিএসজির সম্পর্ক তত বেশি খারাপ হচ্ছে। এমবাপ্পে ক্লাব ছাড়তে চান। ক্লাবও তাকে রাখতে চায় না। সম্পর্কের এমন তিক্ততার মধ্যে পিএসজিকে নিয়ে করা এমবাপ্পের নেতিবাচক মন্তব্য যেন জল আরও ঘোলা করল। এবার সরাসরি ক্লাবের দিকে আঙুল তুললেন তিনি। পিএসজিতে খেলে খুব একটা উপকার পাচ্ছেন না বলেই জানালেন এমবাপ্পে। ফুটবল বিষয়ক সাময়িকী ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে গতকাল শনিবার (৮ জুলাই) এ খবর প্রকাশ করে গোল ডটকম। গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা যায়, পিএসজি প্রসঙ্গে কথা বলেন এমবাপ্পে। সেখানে ক্লাব সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেছেন তিনি। এমবাপ্পের মতে, ‘আমার মনে হয় পিএসজিতে খেলাটা খুব বেশি সহায়ক না। কারণ এটি একটি বিভক্ত দল, বিভক্ত ক্লাব। এখানে গালগল্পে প্রাধান্য দেওয়া হয়। তবে, এতে আমি বিরক্ত হই না। কারণ, আমি জানি আমি কী করছি এবং কীভাবে করছি।’ ভক্তদের আচরণেও হতাশ এমবাপ্পে আরও যোগ করেন, ‘এখানকার (পিএসজির সমর্থকরা) মানুষজন আমার পারফরম্যান্স নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে। কিন্তু, আমি তাদের দোষ দেই না। তারা আমাকে সবসময় ফ্রান্সে বেড়ে উঠতে দেখেছে, পিএসজিতে প্রতি সপ্তাহেই দেখেছে। আমি কয়েক বছর ধরে অনেক গোল করেছি। সাধারণ মানুষের কাছে এসব স্বাভাবিক ব্যাপার। তাই, আমার পারফরম্যান্স নিয়ে কিছু বললে তাদের নিয়ে আমি অভিযোগ করি না।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply