ডাক্তার দেখাতে লন্ডন যাবেন তামিম
বেশ কিছুদিন ধরেই ফিটনেস সংক্রান্ত সমস্যা ভুগছেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও পুরোপুরি ফিট না হয়েও খেলেছেন তিনি। তামিমের আছে কোমরের সমস্যাও। সেই সমস্যা সারিয়ে তুলতে যুক্তরাজ্যের লন্ডনে যাবেন দেশসেরা এই ওপেনার।
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
তামিমের লন্ডনে যাওয়ার বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী। মঙ্গলবার (১১ জুলাই) গণমাধ্যমকে তিনি বলেন, ‘তামিম দুবাই যাচ্ছে, ১৬ তারিখে। ওখান থেকে ২৫-২৬ তারিখ ইংল্যান্ডে যাবে। লন্ডনে দুইটা মেডিকেল সেন্টারে তার সাথে এপয়েনমেন্ট হয়েছে। সেখানে চিকিৎসক দেখাবে। ওখান থেকে কি হয় না হয় সে আপডেট দিবে বলে জানিয়েছে।’
ফিটনেস ফিরে পেতে কাজ শুরু করেছেন তামিম। বিশ্রামের সময়টাকে কাজে লাগাতে চান এই ক্রিকেটার। সম্প্রতি তার অবসর ঘোষণা ও প্রত্যাহারের ঘটনা ক্রিকেট বিশ্বে আলোচনার ঝড় তোলে। ঐ ইস্যু পেছনে ফেলে নিজ বাড়িতেই ফিট হওয়ার লড়াইয়ে নেমেছেন তামিম। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রীকে না করা যায় না’, অবসর ভাঙার পর বললেন তামিম
তামিম ইকবালের অফিসিয়াল ফেইসবুক পেইজের ভিডিওটা ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মনে সুখের দোলা দিয়ে যাচ্ছে নিশ্চিত। অবসর ও অবসর ভেঙে ফেরা নিয়ে ট্রল হচ্ছে ঠিক। তবে প্রিয় তারকা মাঠে ফেরার লড়াই শুরু করেছেন- ফ্যানদের কাছে এটা দারুণ এক সংবাদ। জিম ইন্সট্রুমেন্টের ভিডিও দিয়ে হয়তো বার্তাই দিতে চাইছেন তামিম- এতোকিছুর পর একেবারে বসে নেই তিনি।
আরও পড়ুন: অবসর ভেঙে ফিরে ইতিহাস গড়েছেন যারা
তামিম বসে থাকেনই বা কী করে! এ যাত্রায় চ্যালেঞ্জ যে আরও বেশি। ফিটনেস নিয়ে সংগ্রাম করছেন দীর্ঘদিন। পিঠের পুরানো ব্যথা ভোগাচ্ছে ভালোই। অনুশীলনে অস্বস্তি ফুটে উঠছে স্পষ্ট। ফিল্ডিং-ক্যাচিং কিংবা ব্যাটিং প্র্যাক্টিস সেশনে ব্যাক পেইনে কাতর তিনি।
Tag: English News games politics
No comments: