হাজিদের লাগেজে যেসব পণ্য ফেলে রেখে দেবে সৌদি
পবিত্র হজ শেষে ও মদিনায় মহানবীর রওজা মোবারক জিয়ারত করে নিজেদের দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। ফিরে যাওয়ার সময় বেশিরভাগ হাজিই আত্মীয়-স্বজন ও পরিবার-পরিজনের জন্য কিছু না কিছু নিয়ে আসেন।
ফাইল ছবি (সংগৃহীত)
তবে সৌদি আরবের রাজধানী জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, দেশ ফেরত হাজি বা সাধারণ যাত্রীদের কারও লাগেজে ‘নির্দিষ্ট ৩০টি পণ্য’ বহন করতে পারবেন না। সেগুলো পাওয়া গেলে জব্দ করা হবে। সেসব পণ্য ফেরতের দাবি করলেও গ্রহণযোগ্য হবে না।
এ ৩০টি পণ্যকে আবার দু’টি ভাগে ভাগ করা হয়েছে। এরমধ্যে ১৬টি পণ্য নিয়ে বিমানের কেবিনে ওঠা যাবে না। আর ১৪টি পণ্য কোনোভাবেই কোনো লাগেজে করে বিমানে বহন করা যাবে না।
আরও পড়ুন: দেশে ফিরেছেন ২৯ হাজার চারজন হাজি, মৃত্যু ৯১
যেসব ১৬ পণ্য নিয়ে বিমানের কেবিনে ওঠা যাবে না-
ব্লেড
বিষাক্ত তরল
সঙ্কুচিত গ্যাস
সেনাবাহিনীর ছুরি
আগ্নেয়াস্ত্র
বিস্ফোরক
আইস স্কেট
বেসবল ব্যাট
পেরেক
টুলস
দ্রাবক
তেজস্ক্রিয় পদার্থ
গোলাবারুদ
মাংস ক্লেভার
ছুরি
কাঁচি
বাকি ১৪টি পণ্য হলো-
তরল অক্সিজেন ডিভাইস
হোভারবোর্ড
ইলেক্ট্রো শক
তেজস্ক্রিয় পদার্থ
অক্সিডাইজার বা জৈব পারক্সাইড
বিস্ফোরক
সংকুচিত গ্যাস
দাহ্য তরল পদার্থ
ম্যাচ এবং লাইটার
বিষাক্ত বা সংক্রামক পদার্থ
দ্রাবক
চুম্বকীয় উপকরণ
আগ্নেয়াস্ত্র
সিকিউরিটি-টাইপ ক্যাশ বাক্স, ব্যাগ বা অ্যাটাচ কেস
Tag: English News lid news others world
No comments: