পদত্যাগ করছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পরবর্তী মন্ত্রিসভা রদবদলে তিনি প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন। খবর রয়টার্সের।
সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বেন ওয়ালেস জানান, পরবর্তী সাধারণ নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
আগামী সেপ্টেম্বরে ব্রিটেনের মন্ত্রিসভার রদবদলের কথা রয়েছে।
ইউক্রেন যুদ্ধে দেশটিকে সমর্থন দিতে যুক্তরাজ্যের পক্ষ হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বেন ওয়ালেস। তাকে ন্যাটোর পরবর্তী সম্ভাব্য মহাসচিব প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আরও পড়ুন: আমরা অ্যামাজনের শাখা নই, চাইলে অস্ত্র পাওয়া যাবে না
ওয়ালেস বলেছেন, পরিবারের ওপর পড়া প্রভাবের কারণেই তিনি ফ্রন্টলাইন রাজনীতি ছেড়ে দিচ্ছেন। এছাড়া তার ঘনিষ্ঠরা বলেছেন, ওয়ালেসের এই সিদ্ধান্ত ঋষি সুনাকের নেতৃত্বের প্রতি কোনো ধরনের ভাবনা থেকে নেয়া নয়।
এর আগে ১৩ জুলাই বেন ওয়ালেস বলেছেন, যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য অনলাইন শপিং সাইট অ্যামাজনের কোনো শাখা নয়। ফলে কিয়েভ অস্ত্র চাইলেই তা তক্ষুনি দেয়া সম্ভব হবে না।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ইউক্রেনকে আরও বেশি কৃতজ্ঞ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘কিছু কিছু ক্ষেত্রে ইউক্রেনকে অবশ্যই আরও কৃতজ্ঞ হতে হবে।’
আরও পড়ুন: ন্যাটোর পরবর্তী মহাসচিব হিসেবে বেন ওয়ালেসকে দেখতে চায় যুক্তরাজ্য
তবে বেন ওয়ালেস এসময় কিয়েভের প্রতি কোনো ক্ষোভ বা বিরক্তি প্রকাশ করেন নাই। বরং তিনি কিয়েভকে রাজনৈতিক দিক থেকে আরও বেশি কাণ্ডজ্ঞানসম্পন্ন হওয়ার তাগিদ দেন।
তিনি বলেন, ইউক্রেনের কর্মকর্তাদের উচিত তাদের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিকে আরও ভালোভাবে উপলব্ধি করা, বিশেষ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিকে আরও ভালোভাবে বোঝা উচিত তাদের
No comments: