নারী বিশ্বকাপ: কোস্টা রিকাকে ৩-০ গোলে হারিয়ে স্পেনের শুভ সূচনা
কোস্টা রিকাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে নারী বিশ্বকাপে শুভ সুচনা করেছে স্পেন। দুইবারের ব্যালন ডি’অর বিজয়ী অ্যালেক্সিয়া পুটেলাস বদলি হিসেবে শেষদিকে মাঠে নামলেও স্প্যানিশ দাপটের কোনরকম হেরফের হতে দেখা যায়নি আজকের ম্যাচে।
ওয়েলিংটনে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে স্প্যানিশরা প্রমান করেছে কেন তাদেরকে গ্রুপের ফেভারিট দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। ম্যাচে তারা প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে অন্তত ৪৬টি শট নিয়েছে। পুরো ম্যাচেই তারা কোস্টা রিকার রক্ষনকে চাপে রেখেছে। বলতে গেলে প্রতিপক্ষ দলটি পুরোটা সময় জুড়ে ব্যস্ত ছিল নিজেদের রক্ষণ সামলানোর কাজে। তারপরও ৩-০ গোলের জয়ে সন্তুস্ট থাকতে হয়েছে স্প্যানিশদের।
চটকদার পাসিংয়ের মাধ্যমে ম্যাচে নিজেদের আধিপত্য ধরে রাখা লা রোজারা প্রথমার্ধের মধ্যভাগেই মাত্র ছয় মিনিটের ব্যবধানে তিন গোল করেছে। অবশ্য কোস্টা রিকার আত্মঘাতি গোলে প্রথমে এগিয়ে যায় স্পেন
Tag: English News games lid news world
No comments: