যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসে খালিস্তানপন্থীদের অগ্নিসংযোগ
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছে পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী খালিস্তানপন্থিরা। রোববার ( ২জুলাই) গভীর রাতে তারা ভারতীয় দূতাবাসে আগুন লাগিয়ে দেয় এবং ভাঙচুর করে। খবর এনডিটিভির।
আগুনে জ্বলছে যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস। ছবি: সংগৃহীত
এ নিয়ে গত পাঁচমাসে দুইবার যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাসে হামলা চালানো হলো। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গভীর রাতে সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসের সামনে কয়েকজন খালিস্তানপন্থী আগুন লাগিয়ে দেয় এবং ভাঙচুর করে। এতে দূতাবাসের একাংশে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভারতীয় কনস্যুলেটে খালিস্তানপন্থিদের হামলা
ভারতীয় দূতাবাসে আগুন লাগার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেছেন, ‘আমেরিকা যেকোনো ধরনের সহিংসতা ও ধ্বংসাত্মক কার্যকলাপের তীব্র বিরোধিতা করে। বিশেষ করে আমেরিকায় বিদেশের প্রতিনিধিদের উপর হামলা শাস্তিযোগ্য অপরাধ।‘
এর আগে চলতি বছরের মার্চে এই দূতাবাসেই হামলা চালায় খালিস্তানপন্থীরা। সে সময় ভারতের পাঞ্জাব রাজ্যে খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে ধরতে অভিযান চালাচ্ছিলো পাঞ্জাব পুলিশ। এরই জের ধরে খালিস্তানপন্থিরা সান ফ্রান্সিসকোর ভারতীয় দৃতাবাসে ঢুকে ভাঙচুর চালায়।
সাম্প্রতিক সময়
Tag: English News others world
No comments: