চীনে কিন্ডারগার্টেনে ছুরি হামলা, নিহত ৬
চীনের একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ছয় জন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াংজু প্রদেশের একটি কিন্ডারগার্টেনে এ হামলার ঘটনা ঘটে।
হামলার পর ঘটনাস্থলে পুলিশের তৎপরতা। ছবি: সংগৃহীত
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: ছুরিকাঘাতের ঘটনা লাইভ সম্প্রচারের সময় নারীর নাচ!
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
হামলার কারণ অনুসন্ধানে কাজ চলছে। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এ ঘটনা ‘ইচ্ছাকৃত হামলা’।
আরও পড়ুন: লন্ডনে একই ফ্ল্যাটের বাসিন্দা ব্রাজিলীয় যুবকের ছুরিকাঘাতে ভারতীয় তরুণী খুন
স্থানীয় নগর সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিক্ষক, দু’জন অভিভাবক এবং বাকি তিনজন শিক্ষার্থী।
বিবিসি বলছে, চীনে হিংসাত্মক ও সহিংস অপরাধ তুলনামূলকভাবে বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে স্কুলগুলোতে হামলার ঘটনাও রয়েছে।
Tag: English News Featured world
No comments: