Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » দ্বিতীয় মেয়াদে গ্রিসের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মিৎসোতাকিস




দ্বিতীয় মেয়াদে গ্রিসের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মিৎসোতাকিস গ্রিসের দ্বিতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কিরিয়াকোস মিৎসোতাকিস। গতকাল সোমবার (২৬ জুন) এথেন্সের প্রেসিডেন্সিয়াল প্যালেসে ‍তিনি শপথ নেন। খবর রয়টার্সের। এথেন্সের প্রেসিডেন্সিয়াল প্যালেসে শপথ গ্রহণ করছেন প্রধানমন্ত্রী মিৎসোতাকিস। ছবি: রয়টার্স

শপথ গ্রহণের পর মিৎসোতাকিস দেশটির প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকেলারোপলুকে বলেন, ‘আমি প্রতিশ্রুতি ‍দিচ্ছি দ্বিতীয় মেয়াদে দেশের উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’ এ ছাড়াও তিনি ঋণ সংকটের পরে ক্রেডিট রেটিং পুনর্নির্মাণ, পর্যটনশিল্প থেকে রাজস্ব বৃদ্ধি এবং ইউরোপীয় ইউনিয়ন গড়ের প্রায় সমতুল্য মজুরি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। মিৎসোতাকিস কোস্টিস হাতজিডাকিসকে তার অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।মঙ্গলবার দেশটির স্থানীয় সময় দুপুর ২টায় সরাকারের একজন মুখপাত্র নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন। আরও পড়ুন: গ্রিসে পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেল রক্ষণশীলরা ৫৫ বছর বয়সি মিৎসোতাকিস একজন সাবেক ব্যাংক কর্মকর্তা। তার জন্ম রাজনৈতিক পরিবারেই। ২০১৯ সাল থেকে চলতি বছরের ২১ মে পর্যন্ত তিনি প্রথম মেয়াদের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। চলতি বছরের ২১ মে দেশটিতে প্রথম দফায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে ঘোষিত প্রাথমিক ফল অনুযায়ী, মিৎসোতাকিসের নেতৃত্বাধীন রক্ষণশীল নিউ ডেমোক্রেসি ১৪৬ আসন পেয়েছিল। ৩০০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১৫১ আসনে জয়। যার ফলে ভোট দ্বিতীয় ধাপে গড়ায়। আরও পড়ুন: গ্রিসের নির্বাচনে ক্ষমতাসীন দলের বড় জয় গত রোববার (২৫ জুন) পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার (২৬ জুন) সিএনএনের প্রতিবেদন মতে, ১০০ শতাংশ ব্যালট গণনা শেষে দেখা গেছে, মিৎসোতাকিসের নেতৃত্বাধীন রক্ষণশীল নিউ ডেমোক্রেসি পার্টি ৪০ শতাংশ ভোট পেয়েছে। মাত্র ১৭ শতাংশ ভোট পেয়েছে প্রধান বিরোধী দল সিরিজা পার্টি। গত নির্বাচনের চেয়ে অন্তত ৩ শতাংশ কম। মে মাসের নির্বাচনে দলটি ভোট পেয়েছিল ২০ শতাংশ। পার্লামেন্টে ১৫৮টি আসন পেয়ে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসে মিৎসোতাকিস।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply