Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » হাজিদের কাপড় চুরি করছে বানর!




বানরের টুপি চুরির গল্প তো কমবেশি আমরা সবাই জানি। কিন্তু বানর যে টুপির পাশাপাশি হাজিদের কাপড়ও চুরি করে এমনটা কি জানি? মনে হয় না। তবে এমন ঘটনা ঘটেছে এবারের হজে। হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবে হাজির হয়েছেন ২৫ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলিম। তাদের মধ্যে বেশকিছু মুসল্লি গেছিলেন আল-নূর পর্বতের হেরা গুহা পরিদর্শনে। সেখানেই ঘটেছে যত যা বিপত্তি। একটি বানর এসে চুরি করে নিয়েছে তাদের কাপড়। এমনই একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সিএনএনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, আল-নূর পর্বতের হেরাগুহা পরিদর্শনে গেছেন কয়েকজন হাজি। সেখানে তাদের পিছু নিয়েছে একটি বানর। বানরটি কখনো কারও কাপড় কামড়ে ধরছে, আবার কখনো হাজিদের পরা সাদা কাপড়ের খণ্ড মুখে নিয়ে পালাচ্ছে। এতে বেশ বিড়ম্বনায় পড়েছেন হাজিরা। আরও পড়ুন: লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান হেরা গুহা সৌদি আরবের মক্কায় জাবালে নূর পর্বতে অবস্থিত। মুসলিম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন সর্বপ্রথম এখানেই অবতীর্ণ হয়। শবেকদরের রাতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিব্রাইল (আ.) এই গুহায় সর্বপ্রথম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের বাণী নিয়ে এসেছিলেন। গুহাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭০০ মিটার উঁচুতে অবস্থিত। হজের সময় এখানে প্রচুর লোকসমাগম হয়। তবে এই স্থানে আগমন হজের অংশ নয়। আজ মঙ্গলবার (২৭ জুন) সৌদি আরবে পালন হচ্ছে ইসলামের পঞ্চম স্তম্ভ হজ। সারাবিশ্ব থেকে আজ ২৫ লাখেরও বেশি মুসলিম আরাফার ময়দানে হাজির হয়েছেন। ইতিহাসের সবচেয়ে বড় হজ এটি। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ইতিহাসে এবারই সবচেয়ে বেশিসংখ্যক হাজির পদচারণায় মুখরিত হচ্ছে আরাফার ময়দান। আরও পড়ুন: তাঁবুর শহর মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, ‘চলতি বছর আমরা ইতিহাসের সবচেয়ে বড় হজ করতে যাচ্ছি। করোনার বিধিনিষেধ পুরোপুরি উঠে যাওয়ায় এবার আগের বছরের তুলনায় বহু পরিমাণে বেড়েছে হজযাত্রীর সংখ্যা। করোনা মহামারির কারণে ২০২০ সালে হজ করার সুযোগ পেয়েছিলেন মাত্র ১০ হাজার মানুষ। আর ২০২১ সালে ৫৯ হাজার। গত বছর এ সংখ্যা ছিল ১০ লাখ। এর মধ্যে প্রায় ১৬ লাখ মানুষই এসেছেন বিশ্বের অন্যান্য দেশ থেকে।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply