সেই জল্লাদের ৩১ বছর পর মুক্তি আজ
দেশের বিভিন্ন কারাগারে ২৬ আসামির ফাঁসির রায় কার্যকর করে আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া (৭৩) অবশেষে মুক্তি পাচ্ছেন। ৩১ বছর ছয় মাস সাত দিন কারাভোগের পর আজ রোববার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হচ্ছেন। শাহজাহান তাঁর সাজা থেকে ১০ বছর পাঁচ মাস ২৮ দিন ক্ষমা পেয়েছেন। তিনি অবিবাহিত।
কারাগার সূত্রে জানা গেছে, একটি মামলায় শাহজাহানের ১২ বছর এবং আরেকটিতে যাবজ্জীবন সাজা হয়। ১৯৯১ সালের ডিসেম্বরে এক মামলায় গ্রেপ্তার হয়ে মানিকগঞ্জ জেলা কারাগারে যান। ২০০১ সাল থেকে তিনি প্রধান জল্লাদ হিসেবে ফাঁসি কার্যকর করায় দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু হত্যা মামলার ছয় আসামি ও ছয় যুদ্ধাপরাধী। এ ছাড়া আলোচিত খুনি এরশাদ শিকদার, শারমীন রীমা হত্যার আসামি খুকু ও মনির ফাঁসি কার্যকর করেছেন।
১৯৮৯ সালে সহযোগী জল্লাদ হিসেবে প্রথম একজনের ফাঁসি কার্যকরে দায়িত্ব পালন করেন। এর পর মৃত্যুদণ্ড বাস্তবায়নের সময় এলেই তাঁর ডাক পড়ত। আট বছর এই কাজ করার পর ১৯৯৭ সালে কারা কর্তৃপক্ষ তাঁকে প্রধান জল্লাদের স্বীকৃতি দেয়। একটি ফাঁসির রায় কার্যকর করতে প্রধান জল্লাদের সঙ্গে ছয়জন সহযোগী থাকে। ফাঁসির রায় কার্যকর করলে প্রত্যেক জল্লাদের দুই মাস চার দিন করে কারাদণ্ড মওকুফ হয়। এ ছাড়া কারাগারে যাঁরা জল্লাদ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন, কারা কর্তৃপক্ষের মাধ্যমে শাহজাহান তাঁদের প্রশিক্ষণ দিতেন।
সাড়ে ৩১ বছর জেলে থাকার পর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর জরিমানার ১০ হাজার টাকা কারাগার কর্তৃপক্ষ পরিশোধ করে। ১৯৫০ সালে নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে জন্ম হয় তাঁর।
Tag: English News politics
No comments: