সচিবালয়ে সব জায়গায় সেন্ট্রাল এসি, অনেক খরচ: ফিরোজ রশিদ
কাউকে দোষারোপ না করে যত তাড়াতাড়ি সম্ভব কয়লা আমদানি করে বিদ্যুৎকেন্দ্র চালু করতে হবে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।
সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। ছবি: সময় সংবাদ
মঙ্গলবার (৬ জুন) সংসদ অধিবেশন চলাকালে নির্ধারিত সময়ের বক্তব্যে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র নিয়ে সুখবর দিলেন নসরুল হামিদ
ফিরোজ রশীদ বলেন, আমাদের এক সংসদ সদস্য বললেন বিদ্যুতের দাম বাড়াতে হবে। কিন্তু বিদ্যুৎ তো মানুষ পাচ্ছে না। বিদ্যুৎ না থাকলে শিল্পায়ন থেমে যাবে, দেশের অগ্রগতি থেমে যাবে, কৃষিতে আমরা উৎপাদন করতে পারব না।
তিনি বলেন, বিদ্যুৎমন্ত্রীর দক্ষতার জন্য প্রতিটি গ্রামে বিদ্যুৎ ছিল, অস্বীকার করার উপায় নেই। কিন্তু হঠাৎ করে কী হলো!
আমাদের সম্পূরক বাজেটে ১৮ হাজার ৫০০ কোটি টাকা উদ্বৃত্ত ছিল। এ টাকা যদি বিদ্যুৎ মন্ত্রণালয়কে দেয়া হতো তাহলে হয়তো এতটা ভোগান্তিতে আমাদের পড়তে হতো না। একটি মন্ত্রণালয়ের সঙ্গে অন্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার জন্য এটি হয়েছে, বলেন তিনি।
আরও পড়ুন: পায়রায় ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে ২৬ জুন
এসময় সচিবালয়ে সচিবরা না থাকলেও বিদ্যুৎ চলে উল্লেখ করে তিনি বলেন, যখন কেউ থাকবে না তখন বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখলে অনেক সাশ্রয় হবে। সচিবালয়ে সব জায়গায় সেন্ট্রাল এসি চলে। যেখানে অনেক বিদ্যুৎ খরচ হয়। এব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।
Tag: English News politics
No comments: